শ্রী ভট্টাচার্য, কলকাতা: তাপপ্রবাহের সতর্কতা রাজ্যজুড়ে। রাতে-দিনে তাপপ্রবাহ, চরমে এবার গরম (Bengal Weather Alert)। দহনজ্বালা থেকে এখনই মুক্তি নেই। বৃষ্টির আশায় চাতক পাখির মতো অপেক্ষার দিন চলে এল। আবার বৃষ্টি হবে কবে? দিন দিন কি বাড়তে থাকবে তাপমাত্রা? চলুন জেনে নিই আবহাওয়ার বিস্তারিত খবর।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
বুধবার দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে জারি করা হয়েছে তাপপ্রবাহের সতর্কতা। হাওড়া,দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদীয়া, পূর্ব বর্ধমানেও ‘হট অ্যান্ড ডিসকমফর্ট’ আবহাওয়া অব্যাহত থাকবে। ২৪ এপ্রিল সকালথেকে পরের দিন সকাল পর্যন্ত পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্ত তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমানের রাত হবে গরম।
আরও পড়ুন: তারকেশ্বর-বিষ্ণুপুর রেলপ্রকল্পে নিয়ে নয়া শোরগোল, কবে থেকে চালু ট্রেন? জানুন আপডেট
কলকাতার আবহাওয়া
বুধবার দক্ষিণের অন্যান্য জেলাগুলোর মতো কলকাতার বজায় থাকবে হট অ্যান্ড ডিসকমফর্ট’ আবহাওয়া। রাতও হবে গরম। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টিপাতের কোনও দেখা মিলবে না। বৃষ্টি-সুখের সম্ভাবনা আপাতত নেই। কলকাতা শহরে দিন দিন তাপমাত্রা আরও বেড়ে যাওয়ার ইঙ্গিত স্পষ্ট হয়ে গিয়েছে এখন। কি বাঙালি, প্রস্তুত তো বৈশাখের আনন্দ নেওয়ার জন্য?
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গের পরিস্থিতি এখনও ভিন্ন। পাহাড় বলে কথা। আবহাওয়া অফিস সূত্রে খবর, বুধবার উত্তরবঙ্গে দার্জিলিং, কালিংপং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা। এই ঝড়-বৃষ্টির জেরে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় স্বস্তির আবহাওয়া থাকবে। একবার ঢুঁ মেরে আসবেন নাকি!