শ্রী ভট্টাচার্য, কলকাতা: ক্রমশ আকাশমুখী তাপমাত্রা। ঘরে বাইরে দু’ জায়গাতেই অবস্থা বেজায় খারাপ (Bengal Weather Forecast)। আবহাওয়া দফতর আগেই বলেছিল যে পুরো ৪২ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে তাপমাত্রা। এখন সেই হালই বিরাজমান। এমন ভয়ানক তাপমাত্রার হাত থেকে বাঁচবেন কবে? মাথায় ইতিমধ্যেই আসছে প্রশ্ন। রাতেও টেকা দায়। ওই ভয়াবহ তাপমাত্রা বিদায় নেবে কবে? এবার তারই উত্তর দিয়ে দিল হাওয়া অফিস। স্বস্তি ফিরিয়ে জানাল বড় কথা।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
১২ মে পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গায় একই রকম আবহাওয়া। ১২ মে ভারী বৃষ্টি হতে পারে। আজ ও আগামীকাল তাপপ্রবাহের সতর্কতা জারি পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে। আজ বৃষ্টির সম্ভাবনা উত্তর ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায়, পাশাপাশি ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। রবিবার বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায়।
কলকাতার আবহাওয়া
আবহাওয়া দফতর জানাচ্ছে, পশ্চিম থেকে উত্তর-পশ্চিম শুষ্ক বাতাসের কারণে এই ভয়াবহ পরিস্থিতি নেমে এসেছে বাংলা জুড়ে। তারই মধ্যে ঝলসে যাচ্ছে কলকাতাও। জানা গিয়েছে, শহরে আপাতত দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৪০ ডিগ্রির আশেপাশে। রাতের তাপমাত্রা থাকতে পারে ৩০ থেকে ৩১ ডিগ্রির আশেপাশে।
আরও পড়ুন: রামায়ণের কাহিনীর সঙ্গে ‘অপারেশন সিঁদুর’র মিল! হনুমানজির উদাহরণ দিয়ে বড় দাবি প্রতিরক্ষামন্ত্রীর
উত্তরবঙ্গের আবহাওয়া
ইতিমধ্যেই খবর কাকে বলে, তা বুঝে নিতে শুরু করে দিয়েছে উত্তরবঙ্গও। আগামী সপ্তাহের মধ্যে আরও ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা প্রবল। যদিও শনিবার ও রবিবার উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে বৃষ্টি হতে পারে।