ভারী থেকে অতিভারী বৃষ্টি বাংলার ৫ জেলায়! মঙ্গলে কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া

Bengal Weather Today

ভারী থেকে অতিভারী বৃষ্টি বাংলার ৫ জেলায়! মঙ্গলে কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া

Shree Bhattacharjee

Published on:

শ্রী ভট্টাচার্য, কলকাতা: বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, এই গরমের বাংলায় স্বস্তির নিঃশ্বাস নিতে বৃষ্টির দিকে চাতকের মতো চেয়ে রয়েছে বাংলা (Bengal Weather Today)। এমন সময়, আবহাওয়ার পূর্বাভাস জারি করল হাওয়া অফিস। জানলে খুশির বাঁধ ভাঙবে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, এই সপ্তাহে কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তাহলে, মঙ্গলবার সারাদিন বাংলার আবহাওয়া কেমন থাকবে?

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আলিপুরের বুলেটিন অনুযায়ী, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই। যদিও কিছু জেলায় বৃষ্টিপাত হলেও হতে পারে। ভিজতে পারে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, বীরভূম, ঝাড়গ্রাম। তার মধ্যেই আবার চিন্তার খবর। আবহাওয়া দফতর জানাচ্ছে, এই বৃষ্টি বৃষ্টি করতে করতেই গাঙ্গেয় দক্ষিণবঙ্গে হঠাৎ করে ৬ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। বুধবার বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। ফের ২৬ এবং ২৭ এপ্রিল দক্ষিণের জেলায় জেলায় বৃষ্টি নামতে পারে।

আরও পড়ুন: ৩ দিনে ২৪,০০০ কোটি! কর্মীদের বেতন বৃদ্ধি আটকে দেওয়ার মাঝেই বড়সড় লাভের মুখ দেখল TCS

কলকাতার আবহাওয়া

আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস। আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। বিকেলের দিকে অল্প বৃষ্টি হলেও হতে পারে। নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। এমনি সারা সকাল জুড়ে কাঠফাটা রোদই শেষ কথা বলবে।

উত্তরবঙ্গের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী, মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের ৫ জেলায়। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতেও মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বুধবার দার্জিলিং, মালদা, কালিম্পং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় বৃষ্টি হবে। উত্তরের জেলাগুলিতে আবার ২৭ এপ্রিল অবধি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে

সঙ্গে থাকুন ➥