নিউজশর্ট ডেস্কঃ বিগত কয়েক সপ্তাহ ধরে টিআরপি(TRP) তালিকায় একঘেয়েমিতা লক্ষ্য করা গেছে। বেশ কিছু সিরিয়াল(Bengali Serial) একভাবে টিআরপি তালিকায় জায়গা ধরে রেখেছিল। তবে এবার ঘটছে সুখবর। কারণ টিআরপি তালিকার সেরা দশে এবার জায়গা করে নিয়েছে নতুন ধারাবাহিক। এতে খুশি হয়েছে সেই ধারাবাহিকের ভক্তরা। এবার আপনার মনে নিশ্চয়ই প্রশ্ন জাগছে কোন ধারাবাহিক জায়গা করে নিল সেরা দশে?
তাহলে চলুন টিআরপি নিয়ে এই প্রতিবেদনে আলোচনা করা যাক। এই সপ্তাহেও বাংলার সেরা ধারাবাহিকের তকমা জিতেছে ‘অনুরাগের ছোঁয়া”। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৯.০ পয়েন্ট। আর দ্বিতীয় স্থান পেয়েছে ‘জগদ্ধাত্রী’। তিন নম্বরে জায়গা রয়েছে জি বাংলার আরেক জনপ্রিয় সিরিয়াল ‘ফুলকি’। চার নম্বরে জায়গা করে রাখতে সক্ষম হয়েছে ‘রাঙা বউ’। পাঁচে জায়গা রয়েছে ‘নিম ফুলের মধু’র।
এই ধারাবাহিকে রুবেলের চোট পাওয়ার পর টিআরপি কমার আশঙ্কা করলেও সেরা ৫-এ জায়গা রয়েছে সৃজন পর্নার। আর এই তালিকায় এবার যুক্ত হয়েছে স্টার জলসার নতুন ধারাবাহিক ‘সন্ধ্যাতারা’। যদিও ফুলকির সাথে বেশ কিছু সপ্তাহ লড়াই করার পর অবশেষে এন্ট্রি নিতে পেরেছে এই ধারাবাহিক।
চলুন তাহলে দেখে নেওয়া যাক এই সপ্তাহের সেরা দশ টিআরপি তালিকা –
প্রথম- অনুরাগের ছোঁয়া (৯.০)
দ্বিতীয়- জগদ্ধাত্রী (৮.৭)
তৃতীয়-ফুলকি (৮.৫)
চতুর্থ- রাঙা বউ (৭.৯)
পঞ্চম- নিম ফুলের মধু (৭.৭)
ষষ্ঠ- বাংলা মিডিয়াম (৬.৯)
সপ্তম- হরগৌরী পাইস হোটেল (৬.৬)
অষ্টম- সন্ধ্যাতারা (৬.১)
নবম- খেলনা বাড়ি (৬.০)
দশম- এক্কা দোক্কা (৫.৭)
আর সেরা দশ থেকে সরে গিয়েছে ‘পঞ্চমী’। জি বাংলার অন্যতম চর্চিত সিরিয়াল ‘কার কাছে কই মনের কথা’ সেরা দশ-এ জায়গা না করলেও একটু হলেও নম্বর বেড়েছে এই ধারাবাহিকের। আগামী সপ্তাহে সেরা দশে ঢুকতে পারে কিনা সেটাই এখন দেখার।