শ্রী ভট্টাচার্য, কলকাতা: সারা সপ্তাহ ধরে অপেক্ষার বাঁধ ভাঙল এবার। জি বাংলা ও ষ্টার জলসার টিআরপি তালিকা বেরিয়ে গেল অবশেষে। আজ প্রতিটি ধারাবাহিকের অগ্নিপরীক্ষার ফলাফল সামনে এসে গিয়েছে। নিশ্চয়ই এখন ভাবছেন যে আপনার পছন্দের মেগা কতটা নাম্বার পেল, নাকি TRP হারিয়ে ডুবতে বসল! আর সেরা দশের মধ্যে টপারই বা কে হল? কোন সিরিয়াল রমরমিয়ে চলছে! তাহলে আসুন আর অপেক্ষা না করে, এবার প্রকাশ্যে দেখে নেওয়া যাক এসপ্তাহের টিআরপি লিস্ট (Bengali Serial TRP List)।
কে হল নতুন বেঙ্গল টপার? । Bengali Serial TRP
শুরু থেকে প্রায় মাস দুয়েক মত বেঙ্গল টপার হয়েছিল‘পরিণীতা’। কিন্তু এর পর আর সদয় হয়নি ভাগ্য। সবাইকে দুঃখ দিয়ে পিছনে গিয়ে পড়েছে সিরিয়ালটি। এখন দুর্দান্ত পর্বের জেরে বাংলার সেরা সিরিয়াল হয়ে উঠেছে ষ্টার জলসার অন্য এক সিরিয়াল। আগের সপ্তাহের মতোই ফের পরশুরাম আজকের নায়ক’ হল বেঙ্গল টপার। টার্গেট রেটিং পয়েন্ট পেরিয়েছে ৬। জগদ্ধাত্রী, ফুলকি ও পরিণীতাদের হাল কী?
সেরা ৫ ধারাবাহিকের তালিকা
আজকের TRP তালিকা অনুযায়ী,
- গদি দখল করে নিয়েছে পরশুরাম, পরিবার ও কর্তব্যের কাহিনী।
- পরশুরামের পরেই দ্বিতীয় স্থানে রয়েছে জগদ্ধাত্রী, জ্যাস ও দুর্গার কাহিনী।
- দ্বিতীয় স্থানে জগদ্ধাত্রীর সঙ্গে রয়েছে পরিণীতাও, পারুল ও রায়ানের কাহিনী।
- সামান্য নাম্বারের ব্যবধানে তৃতীয় স্থানে রয়েছে রাঙ্গামতি তীরন্দাজ।
- আগের সপ্তাহের থেকে অনেকটা নিচে নেমে চর্তুথ ফুলকি, রোহিত স্যারের সঙ্গে প্রেমের কাহিনী।
- আগের সপ্তাহের মতোই পঞ্চম স্থানে রয়েছে গৃহপ্রবেশ ধারাবাহিকটি।
আরও পড়ুন: কেউ বলে ‘ছিঃ’, তো কারোর মতে ‘অকৃতজ্ঞ’! আহত পবন্দীপকে দেখতে না যাওয়ায় কটাক্ষের মুখে অরুণিতা
সেরা ১০ বাংলা সিরিয়াল
- নিচে সেরা দশ মেগার নাম্বার সহ তালিকা দেওয়ার রইল।
- পরশুরাম আজকের নায়ক – ৬.৪ পয়েন্ট
- পরিণীতা, জগদ্ধাত্রী – ৬.২ পয়েন্ট
- রাঙ্গামতি তীরন্দাজ – ৬.১ পয়েন্ট
- ফুলকি – ৬.০ পয়েন্ট
- গৃহপ্রবেশ – ৫.৩ পয়েন্ট
- চিরসখা – ৫.১ পয়েন্ট
- কথা/ কোন গোপনে মন ভেসেছে/ চিরদিনই তুমি যে আমার – ৪.৯
- রোশনাই – ৪.১ পয়েন্ট
- মিত্তির বাড়ি – ৩.৮ পয়েন্ট
- গীতা এলএলবি – ৩.৭ পয়েন্ট
রিয়ালিটি শোও সেরা পারফর্ম করেছে
সিরিয়াল ছাড়াও টিভির পর্দায় রিয়েলিটি শোও দেখেন দর্শক। এ সপ্তাহে রিয়েলিটি শোও বরাবরের মতো ভালো পারফর্ম করেছে। ডান্স বাংলা ডান্স ৩.২ পয়েন্ট পেয়েছে। দিদি নাম্বার ১ সানডে ধামাকা পেয়েছে ৪.৬ পয়েন্ট। সানডে ফিকশন ১.৪ পয়েন্ট পেয়েছে।