Arijit

এই তিনটি কারণের জন্য রঞ্জির সেমিফাইনালে মধ্যপ্রদেশের কাছে হারল বাংলা

পুরো গ্রূপ লিগে দুর্দান্ত পারফরম্যান্স করলেও রঞ্জির সেমিফাইনালে হেরে স্বপ্ন ভঙ্গ হল বাংলার। কোয়ার্টার ফাইনালে রেকর্ড গড়ে ঝাড়খন্ডকে হারানোর পর সেমি ফাইনালে হেরে বিদায় নিল মনোজ তেওয়ারী, অভিমন্যু ঈশ্বরনরা।

   

বাংলার এই হারের পিছনে উঠে আসছে তিনটি গুরুত্বপুর্ন কারণ:-
১) সেমিফাইনালে দুর্দান্ত পারফরম্যান্স করা পেসার ঈশান পোড়েলকে বসিয়ে এই ম্যাচে স্পিনার প্রদীপ্ত প্রামাণিককে দলে নেয় বাংলা। যার ফলে দলের বোলিং দুর্বল হয়ে যায় এবং দলের ভারসাম্য নষ্ট হয়ে যায়।

২) খারাপ ফিল্ডিং। এই ম্যাচে অত্যন্ত খারাপ ফিল্ডিং করে বাংলা দল। পুরো ম্যাচ জুড়ে একাধিক ক্যাচে মিস করেছে বাংলার ছেলেরা। কখনও স্লিপে ক্যাচ ফেললেন অনুষ্টুপ মজুমদাররা, কখনও আবার সিলি পয়েন্টে। শাহবাজ আহমেদ নিজের বলেই ক্যাচ ফেললেন। ক্যাচ ফেললে ম্যাচ তো হাতছাড়া হবেই। সেটাই হল।

৩) ব্যাটিং ব্যর্থতা। দুটি ইনিংসেই ব্যাট হাতে ব্যর্থ হলেন বাংলার ব্যাটসম্যানরা। পুরো টুর্নামেন্ট জুড়ে যেভাবে ব্যাটিং করেছিল বাংলা এই ম্যাচে তার ছিটেফোঁটাও দেখতে পাওয়া গেল না। যার ফলে হারতে হল বাংলাকে।