আইপিএলে দীর্ঘ কয়েক বছর ধরে ভালো পারফরমেন্স করার ফলাফল হাতে না হাতে পেয়েছে অর্শ দীপ সিং। আইপিএলে পাঞ্জাব কিংসের হয়ে খেলা তরুন জোরে বোলার অর্শদীপ সিং আইপিএলের পারফরমেন্সের উপর ভিত্তি করে ভারতীয় দলের সুযোগ পেয়েছেন। আর ভারতীয় দলের সুযোগ পেয়েও নিজের প্রতিভার প্রতি সুবিচার করে চলেছেন তিনি।
ইংল্যান্ডের বিরুদ্ধে একটি টি-টোয়েন্টি ম্যাচে অর্শদীপ ১৮ রানে ২ উইকেট নেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ২ উইকেট নিয়েছেন ২৪ রান দিয়ে। আন্তর্জাতিক মঞ্চে শুরু থেকেই ধারাবাহিক পারফরম্যান্স করছেন। তাঁর পরিণত বোলিংয়ে খুশি ভারতীয় দলের সতীর্থরাও।
এবার অর্শদীপের পরিণত বোলিংয়ের প্রশংসা করলেন ভারতের সিনিয়র জোরে বোলার ভুবনেশ্বর কুমার।
অর্শদীপের প্রশংসা করে ভুবনেশ্বর কুমার বলেন, ‘‘শেষের দিকের ওভারগুলোয় বেশ ভাল বল করছে অর্শদীপ। ও জানে ঠিক কী করতে হবে। এটাই ওর সবথেকে বড় গুণ। কিছু দিন খেলার পর এই ধারণাগুলো তৈরি হয় সাধারণত। অর্শদীপের বোলিংয়ে শুরুতেই সেই পরিণতি দেখা যাচ্ছে।’’