Bidi Industry

বেশিদিন আর বাকি নেই, সুখটান দেওয়ার জন্য আর পাবেন না বিড়ি! কারণ জানেন?

নিউজশর্ট ডেস্কঃ বহু মানুষের ক্ষেত্রে সুখটান দেওয়ার জন্য বিড়ির ওপর প্রবল ভরসা রয়েছে। প্রচুর মানুষ এই বিড়ি টানতে খুব পছন্দ করেন। সিগারেটের তুলনায় বিড়ির(Bidi) দাম কম, তাই বহু গরিব মানুষেরা বিড়ি দিয়ে সুখটান দিতে পছন্দ করেন। তবে বর্তমানে এই বিড়ি শিল্প আর আগের মতো নেই।

ইতিমধ্যেই বিড়ি বানানোর নানারকমের কারখানা বন্ধ হয়ে যাওয়ার পরে বাংলাতেই শোরগোল পড়ে গিয়েছে। তবে কিসের জন্য এই কারখানাগুলো বন্ধ হয়ে যাচ্ছে? বাঁকুড়ার অন্যতম বড় কুটির শিল্প হল এই বিড়ি বাধাই শিল্প। জঙ্গলমহলে এই শিল্পের অন্যতম কাঁচামাল কেন্দু পাতা সংগ্রহ করতে যান বহু আদিবাসী ও তপশিলি মানুষ।

তবে এখন কেন্দুগাছ কাটার জন্য সমবায়গুলিকে দেওয়া সরকারি অনুদান বন্ধ হয়ে যাওয়ায় নিয়মিত গাছ কাটাও হচ্ছে না। শুধু তাই নয়, এর পাশাপাশি দীর্ঘদিন ধরে ল্যাম্পস নামের সমবায়গুলিতে পরিচালন সমিতির নির্বাচন না হওয়ার জন্য পরিচালনা করার ক্ষেত্রে নানা রকমের সমস্যা দেখা দিচ্ছে।

আরও পড়ুন: Bank Closed: বিক্রি হয়ে যাচ্ছে এই জনপ্রিয় ব্যাঙ্ক! আদৌ ফেরত পাবেন তো আপনার অ্যাকাউন্টের টাকা?

এই বিড়ি কারখানার ম্যানেজার অশোক গড়াই জানিয়েছেন যে বিড়ি বাধাই শিল্প এখন খুব সংকটে রয়েছে। অদূর ভবিষ্যতে এগিয়ে যাবার আর কোন সম্ভাবনা নেই। পাঁচ থেকে সাত হাজার মানুষ যুক্ত। খুব শোচনীয় অবস্থা। কারণ এই বিড়ি ব্যবসা করে এখন আর সংসার চলছে না। কাঁচামালের দাম বেড়ে গিয়েছে কিন্তু বিড়ির দাম বাড়ে না।

এই প্রসঙ্গে তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী বলেছেন যে এইগুলো সব ঠিক হয়ে যাবে। আদিবাসীদের সুরক্ষার সমস্ত দায়িত্ব সরকারের। তবে এই বিড়ি শিল্পের সমস্যা কবে মিটবে সেই দিকেই তাকিয়ে রয়েছেন বহু মানুষ।

Avatar

Papiya Paul

X