Koushik Dutta

সলমনে আস্থা নেই, বন্ধ হচ্ছে Big Boss

জনপ্রিয় টিভি শো বিগ বসকে আপাতত বন্ধ রাখার কথা ভাবা হচ্ছে। আপাতত বন্ধ থাকবে বিগ বসের সিজন ১৪। কারণ সলমন খানকে এখন অনেক দর্শক পছন্দ করছেন না। সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্যের পর বদলেছে দর্শকদের পছন্দ। সলমন এদিকে বিগ বসের সঞ্চালক। তাই শো-এর উপর এর প্রভাব পড়ার আশংকা থেকেই এই সিদ্ধান্ত।