Arijit

বড়সড় শাস্তির মুখে বিরাট-রুট সহ দুই দলের প্রত্যেক সদস্য, দিতে হবে বিরাট জরিমানা

ন্যাটিংহ্যামে সিরিজের প্রথম টেস্ট ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত এবং ইংল্যান্ড। বৃষ্টির কারণে পঞ্চম দিনের খেলা ভেস্তে যাওয়ায় এই ম্যাচ ড্র হয়েছে। জয়ের একেবারে সামনে গিয়েও ম্যাচ ড্র হওয়ায় হতাশ হয়েছে ভারতীয় দল। তবে ম্যাচ শেষে ভারতীয় দলের জন্য যে আরও খারাপ খবর অপেক্ষা করছিল তা হয়তো ভাবতেও পারেনি বিরাট কোহলিরা। ম্যাচ ড্র হলেও বড়সড় শাস্তির কবলে পড়ল ভারত এবং ইংল্যান্ড দুই দলই। ম্যাচে স্লো ওভার রেটের জন্য দুই দলেরই পয়েন্ট কাটা গেল। এমনকি দুই দলের প্রত্যেক সদস্যেরই ম্যাচ ফি-র 40 শতাংশ করে কেটে নেওয়া হয়েছে।

   

ম্যাচ শেষে দুই ফিল্ড আম্পায়ার এবং তৃতীয় আম্পায়ার বিরাট-রুটদের বিরুদ্ধে স্লো ওভার রেটের অভিযোগ আনেন। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত করে বিরাট ও রুটদের শাস্তি দেন ম্যাচ রেফারি ক্রিস ব্রড।

আইসিসির কোড অফ কন্ডাক্টের নিয়ম অনুযায়ী কোন দল যদি নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে না পারে তাহলে সেই দলের প্রতি ওভার পিছু ম্যাচ ফি-র কুড়ি শতাংশ করে কেটে নেওয়া হয়। এক্ষেত্রে নির্ধারিত সময়ের থেকে দু-ওভার পিছনে ছিল ভারত এবং ইংল্যান্ড। সেই কারণেই ম্যাচ ফি-র 40 শতাংশ করে কাটা হয়েছে দু-দলেরই। এছাড়াও দুই পয়েন্ট করে কাটা গিয়েছে ভারত এবং ইংল্যান্ডের।