পার্থ সারথি মান্না, কলকাতাঃ পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের DA (মহার্ঘ ভাতা) মামলাটি দীর্ঘদিন ধরে শিরোনামে থাকলেও আজও শুনানি হয়নি। এই প্রসঙ্গে রাজ্যের সরকারি কর্মচারী সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মুখ খুলেছেন। কি জানালেন তিনি?
ডিএ মামলা দীর্ঘায়িত করতে সফল রাজ্য সরকার!
মলয় মুখপাধ্যায়ের মতে, রাজ্য সরকারে চেষ্টা করে চলেছে যাতে ডিএ মামলা আরও দীর্ঘতর হয়। এবং তাতে সাফল্যও পেয়েছে। আমাদের মতে, রাজ্য সাফল্য পেয়েছে মামলা দীর্ঘায়িত করার ক্ষেত্রে। এরই মধ্যে উঠে আসছে বকেয়া ডিএ মেটাতে হল কত হাজার কোটি খরচ হবে রাজ্যের সেই হিসাব। মোট টাকার অঙ্ক কত জানেন?
বকেয়া DA দিতে কত খরচ হবে রাজ্যের?
সুপ্রিম করতে রাজ্যের তরফের আইনজীবী মনু সিংঘভি জানান, বকেয়া ডিএ দিতে হলে রাজ্যের কোষাগারের উপর ৪১,৭৭০.৯৫ কোটি টাকার বোঝা চাপবে। এর হিসাবও তুলে ধরা হয়েছিল। সেটি হল নিম্নরূপ,
২০০৬ থেকে ২০০৮ এর ৩১শে মার্চ অবধি বকেয়ার জন্য প্রয়োজন ১,২২৩.৭২ কোটি। এরপর ২০০৮ এর ১লা এপ্রিল থেকে ২০১৫ সালের ৩১ ডিসেম্বর অবধি ১০,৫৫৬.৪৬ কোটি টাকা অর্থাৎ শুধুমাত্র ২০০৬ থেকে ২০০৮ পর্যন্ত ডিএ দিতেই খরচ হবে ১১,৭৯০.১৮ কোটি টাকা।
এদিকে রাজ্য সরকারি কর্মীদের ফেডারেশনের নেতাদের মতে, ২০০৬ সালের ১লা জানুয়ারি থেকে ২০১৫ সালের ৩১শে মার্চ অবধি পেনশনভোগীদের বকেয়া ডিএ মেটাতে লাগবে ১১,৬১১.৪৫ কোটি টাকা। এছাড়া শিক্ষক-অশিক্ষক, বোর্ড, থেকে কর্পোরেশনে কর্মরতদের বকেয়া মেটাতে আরও ১৮,৩৬৯.৩২ কোটি খরচ হবে।
আরও পড়ুনঃ কলকাতায় একজোড়া নয়া ‘ডালিয়ান রেক’, ছুটবে কোন রুটে ও মিলবে কী কী সুবিধা?
আদালতের নির্দেশ
২০২২ সালের মে মাসেই কলকাতা হাইকোর্টে মামলার শুনানি হয়। সেখানে তিন মাসের মধ্যেই বকেয়া দেওয়ার জন্য বলা হয়। কিন্তু সেটা আর হয়নি, বদলে সুপ্রিম করতে রিভিউ পিটিশন দাখিল যা। সেই মামলাই আজও বিচারাধীন। কবে শুনানি হবে ও কর্মীদের পক্ষে রায় ঘোষণা হবে সেটাই শোনার জন্য অপেক্ষায় রাজ্য সরকারের লক্ষ লক্ষ কর্মী তথা পেনশনগ্রহকেরা।