এবার আসবে সুখবর! সুপ্রিম কোর্টে DA মামলার শুনানির আগেই হাসি সরকারি কর্মীদের মুখে

DA Case on Supreme Court of India Update

এবার আসবে সুখবর! সুপ্রিম কোর্টে DA মামলার শুনানির আগেই হাসি সরকারি কর্মীদের মুখে

Partha Sarathi Manna

Published on:

পার্থ সারথি মান্না, কলকাতাঃ পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের বহু প্রতীক্ষিত মহার্ঘ ভাতা (DA) মামলায় অবশেষে আশার আলো দেখা যাচ্ছে। ফের একবার সুপ্রিম কোর্টে উঠতে চলেছে ডিএ মামলা, তবে এবারে রয়েছে সুখবর। গতবারের তুলনায় এবারের শুনানি নিয়ে আরও বেশ আশাবাদী ও আত্মবিশ্বাসী সরকারি কর্মী সহ সংগঠনের নেতারাও। কেন? চলুন জেনে নেওয়া যাক কি বলছেন রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের নেতা মলয় মুখোপাধ্যায়।

DA মামলা নিয়ে আত্মবিশ্বাসী সরকারি কর্মী ও কর্মী সংগঠন!

২০২২ সালে সুপ্রিম কোর্টে ডিএ মামলা শুরু হওয়ার পর থেকে একাধিকবার শুনানি হয়েছে ডিএ মামলায়। তবে এই প্রথমবার মামলাটি একেবারে প্রায়োরিটিতে রয়েছে বা টপ অফ দ্য লিস্টে রয়েছে। আগামী ৭ই মে এই মামলার শুনানি হতে পারে বলে মনে করা হচ্ছে। যেহেতু একেবারে লিস্টের শুরুর দিকে নাম রয়েছে তাই শুনানি ফের পিছিয়ে যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে!

৭ই মে হবে পরবর্তী শুনানি

আগামী ৭ই মে বিচারপতি বিক্রম নাথ, সন্দীপ মেহতা ও বিচারপ্রতি সঞ্জয় কারোলের বেঁচে উঠতে চলেছে মামলাটি। এদিন মামলার সিরিয়াল নম্বর রয়েছে ২ এ। তাই দীর্ঘদিনের দাবি এবার পূরণ হবে বলেই আশা সরকারি কর্মীদের।  ২ নম্বর সিরিয়ালে উঠবে। এই পদক্ষেপ দীর্ঘদিন ধরে বকেয়া ডিএ পাওয়ার অপেক্ষায় থাকা সরকারি কর্মীদের মধ্যে ইতিবাচক মনোভাব তৈরি হয়েছে।

আরও পড়ুনঃ সাক্ষী ১৫,০০০ ভক্ত, দীর্ঘ প্রতীক্ষার পর খুলল কেদারনাথ ধামের দরজা, আপনিও যাবেন কীভাবে?

প্রসঙ্গত, কেন্দ্রের সমান হারে মহার্ঘ্য ভাতা পাওয়ার দাবি নিয়েই কলকাতা হাইকোর্টে মামলা হয়। যার রায়ে ২০ই মে ২০২২ এই কোর্টের তরফ থেকে রাজ্যকে কর্মীদের ৩১% হারে ডিএ দেওয়ার নির্দেশ জারি করা হয়েছিল। কিন্তু রাজ্য এই নির্দেশ মানেনি, পাল্টা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছে। সেই থেকেই ঝুলে রয়েছে মামলা। এবার আগামী ৭ই মে কি হয় সেটার দিকেই তাকিয়ে সকলে।

সঙ্গে থাকুন ➥