Tollywood,Entertainment,Gossip,RRR,S S Rajamouli,International Award,টলিউড,বিনোদন,গসিপ,আর আর আর,এস এস রাজামৌলি,আন্তর্জাতিক পুরস্কার

সারা বিশ্বজুড়ে ‘RRR’র জয়জয়কার,‘গোল্ডেন গ্লোব’র পর আরো এক পুরস্কার এল রাজামৌলির ঝুলিতে

একটার পর একটা অ্যাওয়ার্ড নিয়ে দেশের নাম উজ্জ্বল করছে এস এস রাজামৌলির ‘RRR’। আরও এক পালক ‘আর আর আর’র মুকুটে। সম্প্রতিই গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড ছিনিয়ে নিয়েছে ‘RRR’-র গান ‘নাটু নাটু’। আর তারপর আরো এক পুরস্কার চলে এল এই ছবির ঝুলিতে।

আর এখন গোটা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেইসব ছবি। এইদিন গাঢ় বাদামি কুর্তার সঙ্গে লাল আর ধূসর মাফলার পরে মঞ্চে উপস্থিত ছিলেন পরিচালক। এই ছবির হাত ধরেই প্রথম গোল্ডেন গ্লোব পুরস্কার নিয়ে এসেছে ভারতে।

ভারতের মুখ উজ্জ্বল করে আরো আন্তর্জাতিক পুরস্কার জিতল এই ছবি। এবার এই ছবি ‘ফরেন ল্যাঙ্গুয়েজ ফিল্ম’ (Best Foreign Language Film) বিভাগে ‘ক্রিটিক চয়েজ অ্যাওয়ার্ড’ (Critics’ Choice Award) পুরস্কার পেল। আর তারপর থেকেই হইহই পড়ে গিয়েছে গোটা দেশে।

Tollywood,Entertainment,Gossip,RRR,S S Rajamouli,International Award,টলিউড,বিনোদন,গসিপ,আর আর আর,এস এস রাজামৌলি,আন্তর্জাতিক পুরস্কার

তারপরেই ছবির কলাকুশলীদের শুভেচ্ছা জানানো হয়েছে ২৮তম ‘ক্রিটিক চয়েজ অ্যাওয়ার্ড’-এর ট্যুইটার পেজ থেকে। প্রসঙ্গত উল্লেখ্য, ‘RRR’ মুক্তির এক বছর পর মোট ৩০ টি পুরস্কার এসেছে এই ছবির ঝুলিতে। তারপর থেকেই টিমের খুশির যে কোনো ঠিকানা থাকবেনা তা তো বলাই বাহুল্য।

সবে মিলিয়ে মোট মোট ৩৩টি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে রাম চরণ এবং জুনিয়র এনটিআর অভিনীত এই ছবিটি। প্রসঙ্গত উল্লেখ্য, ছবিতে রাজুর চরিত্রে অভিনয় করেছেন রাম চরণ তেজা এবং ভীমের চরিত্রে অভিনয় করেছেন জুনিয়র এনটিয়র। পাশাপাশি নজর কেড়েছে ছবির বাকি কলাকুশলীরাও।

Avatar

Moumita

X