পৃথক গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন না বিমল গুরুং। এদিন শিলিগুড়ির এক প্রকাশ্য জনসভায় তিনি জানিয়েছেন গোর্খাল্যান্ডের দাবি। সেই সঙ্গে মমতা বন্দোপাধ্যায়ের পাশের থাকার কথাও বললেন তিনি৷ বিজেপিকে আক্রমণ করে গুরুং বলেছেন, ‘মোর্চার ভোটে জয়লাভ করেও পাহাড় সমস্যার স্থায়ী সমাধান করতে উদ্যোগ নেননি নরেন্দ্র মোদী। পাহাড়ের ১১ টি জনজাতিকেও স্বীকৃত দেয়নি তারা।’