বিজেপির বিরুদ্ধে যেমন রাজ্য পুলিশের এক গুচ্ছ অভিযোগ। তেমনই পুলিশের বিরুদ্ধে রাজ্য বিজেপিরও বিস্তর অভিযোগ। কৈলাশ বিজয়বর্গী এদিন জানালেন, তারা কেন্দ্রের কাছে বাংলার সরকারের দ্বিচারিতার ব্যাপারে অভিযোগ তুলে ধরবেন। সেই সঙ্গে দ্বারস্থ হবেন আদালতের। পুলিশ বোমা পাথর ইত্যাদি ছুড়েছেন বলেও তার অভিযোগ।