মিছিলে জল কামান নতুন নয়। কিন্তু তা থেকে নীল রঙের জল! বাংলাতে তো বটেই, ভারতীয় রাজনীতিতেও বোধহয় এই দৃশ্য নতুন। স্বভাবতই প্রশ্ন জাগে, এই নীল জল আসলে কী? বিরোধীদের অভিযোগ, এই জলে কোনও রাসায়নিক মেশানো ছিল। জল গায়ে লাগার পর গা হাত পা জ্বালা করছিল বলেও অভিযোগ তুলেছেন কেউ কেউ। যদিও প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, এটা হোলির রঙ।