Boby Deol

Papiya Paul

Bobby Deol: ঘনিষ্ঠ হতে গিয়ে এই নায়িকার মুখের দুর্গন্ধে রেগে যান ববি! কিভাবে প্রতিশোধ নেন অভিনেতা?

নিউজশর্ট ডেস্ক: এই মুহূর্তে বলিউডের(Bollywood) একসময়ের জনপ্রিয় নায়ক ববি দেওলকে(Bobby Deol) নিয়ে চর্চা তুঙ্গে। অ্যানিমাল ছবিতে তার অভিনয় দর্শকদের কাছে প্রশংসিত হয়েছে। যদিও দীর্ঘদিন অভিনয় জগতের সঙ্গে যুক্ত ছিলেন না এই অভিনেতা। একসময় ববি দেওল, কাজল, মনীষা কৈরালা অভিনীত ‘গুপ্ত দা হিডেন ট্রুথ,’ এই সিনেমা বহু আলোচিত হয়েছিল।

   

৯৭ সালের থ্রিলার ঘরানার এই সিনেমা অন্যতম ছবি হিসেবে বক্স অফিসে বিপুল সাড়া ফেলেছিল। বলিউডে সেই সময় যে সমস্ত ছবি তৈরি হয়েছিল তার মধ্যে থেকে অনেকটাই ব্যতিক্রমী ছিল এই গুপ্ত। এই সিনেমার প্রত্যেকটি পরবেই ছিল টানটান উত্তেজনা। সিনেমার শুটিং করতে গিয়ে মনীষার মুখের গন্ধে নাকি বেজায় চটে যান ববি।

তাই প্রতিশোধ নেওয়ার জন্য একটি ফন্দি আটেন ধর্মেন্দ্র পুত্র। গুপ্ত’তে শিল্পপতি কন্যা শীতল চৌধুরীর চরিত্রে অভিনয় করেছিলেন মনীষা। আর তার নায়ক ছিলেন ববি। খলনায়িকার চরিত্রে দেখা গিয়েছিল কাজলকে। মনীষার সঙ্গে একটি রোমান্টিক গানের শুটিং করার সময় ঘনিষ্ট হতে গিয়ে অভিনেত্রীর মুখ থেকে দুর্গন্ধ পান ববি।

Bobby Deol,Gupt

আরও পড়ুন: হিংসার আগুনে জ্বলছে সন্দেশখালি! প্রেমের মাসে রিলসে মজে সাংসদ নুসরত

সেই সময় অভিনেতা বলেছিলেন যে ‘এই গানের দৃশ্য শো করার আগেই মনীষা পেঁয়াজ দিয়ে চাট খেয়েছিল। আমার মুখের কাছে এসে বুকে কামড় দিতে গন্ধটা উপলব্ধি করি। তারপরে আমার আর প্রেমের অভিব্যক্তি ওকে দেখে আসছিল না। আমি ঠিক করি এর প্রতিশোধ আমি নেব।’ এরপরই অভিনেতা একটি ফন্দি করেন।

Bobby Deol,Gupt

তিনি এই ছবিতে মনীষার ভাইয়ের চরিত্রে যিনি অভিনয় করছিলেন তার সঙ্গে একটি দৃশ্যের আগে তাকে পেঁয়াজ খাওয়ার পরামর্শ দেন। এরপর দৃশ্যের শুটিংয়ের সময় তিনি পেঁয়াজ খেয়ে মনীষার সামনে গিয়ে ঘন ঘন নিঃশ্বাস ছাড়তে থাকেন। কিন্তু তবুও কোন কিছুতেই কোন প্রতিক্রিয়া দেখাননি অভিনেত্রী। আর এতেই ভেস্তে যায় অভিনেতা ববির প্ল্যান।