টলিপাড়ার (Tollywood) পরিচিত মুখ হলেন অভিনেত্রী ঊষসী রায় (Ushasi Ray) দীর্ঘ ৭ বছরের কেরিয়ারে ভালোই নাম কুড়িয়েছেন তিনি। শুরুটা বাংলা সিরিয়ালের হাত ধরে হলেও, এখন হাত পাকাচ্ছেন ওয়েব সিরিজের দুনিয়ায়। আর তার মধ্যেই ভাইরাল হয়েছে সুইমিং পুলে অভিনেত্রীর একটি বোল্ড ফটোশুটের ভিডিও।
প্রসঙ্গত উল্লেখ্য, চলতি মাসেই মুক্তি পেয়েছে ঊষসীর নতুন ওয়েব সিরিজ (Web Series) ‘গভীর জলের মাছ’ (Gobhir Joler Mach)। হইচইয়ের এই সিরিজে বিশাখা নামের একটি চরিত্রে অভিনয় করেছেন তিনি। আর তারপর থেকেই রয়েছেন মিডিয়া লাইমলাইটে।
এদিকে উষসীর কেরিয়ারের কথা বললে, শুরুটা হয়েছিল বাংলা সিরিয়ালের হাত ধরে। স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘মিলন তিথি’ ছিল নায়িকার ডেবিউ সিরিয়াল। অহনা চরিত্রে অর্থাৎ লিড রোলে কাস্ট করা হয়েছিল অভিনেত্রীকে। বিপরীতে ছিলেন অভিনেতা জিতু কামাল।
এরপর উসষীকে দেখতে পাওয়া যায় জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘বকুল কথা’য়। এই ধারাবাহিকের হাত ধরেই দর্শকদের ঘরের মেয়ে হয়ে ওঠেন তিনি। টম বয় বকুলের (Bokul) চরিত্রে উষসীর অভিনয় অল্প দিনেই মন জয় করে নিয়েছিলেন দর্শকদের। এমনকি এখনও অনেক মানুষ তাকে বকুল বলেই চেনে।
সম্প্রতি এই উসষীরই একটি বোল্ড ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে সুইমিং স্যুটে ঊষসীর বোল্ড লুক দেখে রীতিমতো ঘাম ঝরছে নেটিজেনদের। বিকিনি ড্রেসে সুইমিং পুলের উত্তাপ বাড়াচ্ছেন তিনি। ওদিকে নানান পোজে তাকে ফ্রেমবন্দি করছেন ক্যামেরাম্যান।