দীপিকা, আলিয়া নাকি ক্যাটরিনা, রণবীরের কোন প্রেমিকা সবথেকে বেশি পারিশ্রমিক পান জানেন?

নিউজশর্ট ডেস্কঃ বলিউডের(Bollywood) নায়িকাদের(Actress) পারিশ্রমিক(Salary) শুনলে সত্যিই অবাক হতে হয়। নায়িকাদের তুলনায় নায়কদের পারিশ্রমিক অনেক বেশি। কিন্তু তবুও নায়িকাদের একটি ছবির পারিশ্রমিকে একাধিক বিলাসবহুল বাড়ি তৈরি হয়ে যাবে। তবে প্রথম সারির নায়িকাদের পারিশ্রমিক এর সঙ্গে উঠতি নায়িকাদের পারিশ্রমিকের আকাশ-পাতাল তফাৎ। সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে নায়িকাদের সম্ভাব্য আয়ের তালিকা প্রকাশ করা হয়েছে।

যেখানে দেখা গিয়েছে, বলিউডের এই মুহূর্তে সব থেকে বেশি আয় করেন দীপিকা পাড়ুকোন(Deepika Padukone) ও আলিয়া ভাট(Alia Bhat)। জানা গিয়েছে, দীপিকা পাড়ুকোন প্রত্যেক ছবির পেছনে ১৫ কোটি টাকা থেকে ৩০ কোটি টাকা পারিশ্রমিক নেন। এখন  যতদিন এগোচ্ছে এই পারিশ্রমিকের পরিমাণ বাড়ছে।

আলিয়া ভাট ও অল্প কয়েক বছরের ক্যারিয়ারে দীপিকার সমান পারিশ্রমিক নেন। শোনা যায়, সিনেমার চিত্রনাট্য নির্ভর করে এই পারিশ্রমিক কম-বেশি হতে থাকে। আলিয়া ভাট নিয়েছেন ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ সিনেমার জন্য কম টাকা নিয়েছেন বলে জানা যায়। তবুও আলিয়ার পারিশ্রমিক থাকে ১৫ কোটি থেকে ২০ কোটির মধ্যে। এই তালিকায় তিন নম্বরে রয়েছেন ক্যাটরিনা কাইফ। যিনি একটি ছবির জন্য ১২ কোটি থেকে ১৫ কোটি টাকা পারিশ্রমিক পান।

এই ১২ কোটি টাকা পারিশ্রমিক আবার নেন করিনা কাপুর এবং বলিউড-হলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার বর্তমান পারিশ্রমিক ১৪ কোটি থেকে ২৩ কোটি টাকা পর্যন্ত। বিরাট পত্নী অনুষ্কা শর্মার পারিশ্রমিক প্রত্যেক ছবিতে ৮ কোটি থেকে ১২ কোটি টাকা পর্যন্ত হয়। যদিও বেশ কিছু বছর তাকে সিনেমাতে সেভাবে দেখা যাচ্ছে না। এরপরের নাম রয়েছে শ্রদ্ধা কাপুরের তার পারিশ্রমিক ৭ কোটি থেকে ১২ কোটি  টাকা।

বলিউডের অন্যতম প্রতিভাবান অভিনেত্রী তাপসী পান্নু প্রত্যেক ছবির জন্য ৫ কোটি থেকে ৮ কোটি টাকা পারিশ্রমিক নেন। বিদ্যা বালান ও কৃতি শ্যানন ছবি পিছু ৪ কোটি টাকা করে পান বলে সূত্র বলছে। আবার কিয়ারা আদ্ভানি ও জ্যাকলিন ফার্নান্ডেজ প্রত্যেক ছবি পিছু আয় করেন ২.৫ কোটি টাকা। বলিউডের উঠতি অভিনেত্রী সারা আলি খান, জাহ্নবী কাপুর ও দিশা পাটানি একটি ছবির পেছনে ২ কোটি টাকা পারিশ্রমিক পান। এই মুহূর্তে সবচেয়ে কম পারিশ্রমিক পান অনন্যা পান্ডে। তিনি একটি ছবির জন্য ১.৫ কোটি টাকা পর্যন্ত নেন বলে জানা গিয়েছে।

Papiya Paul

X