Bollywood

Moumita

মাত্র ১৫ বছর বয়সেই হয়ে উঠেছিলেন সুপারস্টার, একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট বদলে দিল হরিশ কুমারের ভাগ্য

বলিউডের (Bollywood) ইতিহাস ঘাঁটলে এমন তারকার নাম উঠে আসবে যারা খুব কম সময়ের মধ্যেই সাফল্য হাসিল করেছেন। খুব অল্প বয়সেই পেয়ে গেছেন লিড রোল। কিন্তু খুব বেশিদিন ইন্ডাস্ট্রিতে দেখা যায়নি তাদের। আজকেও এমনই এক শিল্পীর কথা বলতে যাচ্ছি যিনি ধুমধাম করে বলিউডে ডেবিউ করেছিলেন। কিন্তু পরে হঠাৎ করেই হারিয়ে যান। তিনি হলেন হরিশ কুমার (Harish Kumar)।

   

প্রেমা কাইদি, তিরাঙ্গা, কুলি নং 1 ইত্যাদি চলচ্চিত্রে অভিনয় করা অভিনেতা হরিশ কুমার মাত্র ১৫ বছর বয়সেই হাসিল করেছিলেন কাঙ্খিত সাফল্য। বলিউডের পাশাপাশি তিনি তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতেও কাজ করেছিলেন এবং সে সময় দেশ জুড়ে ছিল হরিশ কুমারের চর্চা।

প্রসঙ্গত উল্লেখ্য, মাত্র ৪ বছর বয়সে শিশুশিল্পী হিসেবে কাজ শুরু করেছিলেন হরিশ। ১৯৭৯ থেকে ১৯৮৭ সালের মধ্যে প্রায় ১৯ টি দক্ষিণী ছবিতে অভিনয় করেছেন তিনি। এরপর ১৯৯০ সালে মুক্তি পায় ‘প্রেমা কাইদি’ নামে একটি তেলেগু ছবি। প্রধান চরিত্রে এটি ছিল হরিশ কুমারের প্রথম ছবি। প্রথম ছবি দিয়েই বাজিমাত করেছিলেন তিনি।

ছবিটির সাফল্যে প্রযোজকরা এতটাই খুশি যে তারা তেলেগুর পাশাপাশি হিন্দিতেও ছবি নির্মাণের কথা ভাবেন। হরিশের পাশাপাশি এই ছবিতে মূখ্য ভূমিকায় অভিনয় করেছেন করিশ্মা কাপুরও। আর এই ছবিটিই গোটা ভারতে বিখ্যাত করে তোলে হরিশকে।

এরপর একটার পর একটা ছবির অফার পেতে থাকেন তিনি। তবে কিছুদিন পর স্থুলতার কারণে কটাক্ষের শিকার হতে থাকেন তিনি। জানা যায় মেরুদন্ডে ব্যাথার কারণে স্লিপ ডিস্কে ভুগছিলেন তিনি। ছোটবেলার আঘাত নাকি বড়ো আকার ধারণ করেছে।

এই ঘটনার পর অনেক চেষ্টা করেও আর কেরিয়ারে ফিরতে পারেননি হরিশ। ফিরে আসার জন্য ২০১১ এবং ২০১২ তে দুটি চলচ্চিত্রতে কাজও করেছিলেন। তবে এই দুটি ছবিই বক্স অফিসে ব্যর্থ প্রমাণিত হয়। প্রতিভা থাকা সত্ত্বেও অসুস্থতার কারণে হারিয়ে গেলেন হরিশ কুমার।