Sanjay Mishra

অভিনয় ছেড়ে বাসন মাজার কাজ করেন সঞ্জয়, এই জনপ্রিয় পরিচালকের একটা ফোন বদলে দিয়েছিল অভিনেতার জীবন

বলিউডের(Bollywood) জনপ্রিয় এবং প্রতিভাবান অভিনেতা হলেন সঞ্জয় মিশ্র(Sanjay Mishra)। হিরোর(Hero) চরিত্রে না হলেও পার্শ্ব চরিত্রে তার অভিনয় দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। তিনি পর্দায় এলেই দর্শকদের মুখে আলাদা করে হাসি ফুটে উঠে। ‘ও ডার্লিং ইয়ে হ্যায় ইন্ডিয়া’ এই ছবির মাধ্যমে তিনি বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন।

আসলে এর আগেও অনেক চরিত্র ছবিতে অভিনয় করেছিলেন কিন্তু সেগুলো ছোট ছোট চরিত্র হওয়ায় দর্শকদের মনে দাগ তুলতে পারেনি। আর এই ছবি বদলে দিয়েছে তার অভিনয় জগতের কেরিয়ার। এই ছবির জন্য ফিল্মফেয়ার পুরস্কার জিতেছিলেন সঞ্জয়। তবে অভিনয় জগতে ভালো করে কাজ করতে করতে হঠাৎ এই জগত ছেড়ে চলে গিয়েছিলেন অভিনেতা।

তিনি মুম্বাই ছেড়ে চলে গিয়েছিলেন উত্তরাখণ্ডের ঋষিকেশে। সেখানে গিয়ে একটি ধাবায় চা তৈরি করতেন তিনি। এমনকি সেখানে বাসন মাজার ও কাজ করতেন। অভিনয় জগতে ভালো সাফল্যের মাঝখানে হঠাৎ করে সব ছেড়ে চলে যাবার পেছনে ছিল এক বিশেষ কারণ।

আসলে অভিনেতা তার বাবার মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারেননি। আর তাই তিনি সবকিছু ছেড়ে ঋষিকেশ এগিয়ে থাকতে শুরু করেছিলেন। অভিনেতা সঞ্জয় মিত্র এক সম্ভাব্য পরিবারের সন্তান ছিলেন। তার বাবা একজন নামকরা সাংবাদিক ছিলেন। দাদা একজন আইএএস অফিসার ছিলেন। তিনি নিজে ন্যাশনাল স্কুল অফ ড্রামা থেকে অভিনয়ের কোর্স করেছিলেন।
কিন্তু এই ঋষিকেশ গিয়ে থাকার সময় একদিন হঠাৎ করে তার কাছে বলিউডের জনপ্রিয় পরিচালক রোহিত শেট্টির ফোন আসে। তিনি তাকে মুম্বাইতে ফিরে আসার অনুরোধ করেন। বলিউডের নামকরা পরিচালকের অনুরোধ এড়াতে পারেননি সঞ্জয়। এরপরে একের পর এক সিনেমায় দুর্দান্ত অভিনয় দিয়ে দর্শকদের মন জয় করে নিয়েছিলেন এই অভিনেতা।
Avatar

Papiya Paul

X