Bollywood,Entertainment,Gossip,Kriti Shanan,Parineeti Chopra,Aliya Bhatt,Deepika Padukone,বলিউড,বিনোদন,কৃতি শ্যানন,পরিনীতি চোপড়া,আলিয়া ভাট,দীপিকা পাড়ুকোন,গসিপ

Moumita

দীপিকা থেকে করিনা, নির্লজ্জের মতো সহ অভিনেত্রীদের পোশাক কপি করেছেন এই ১২ জন বলিউড অভিনেত্রী

আজকের দিনে যে কোনো মানুষের জন্যই ফ্যাশন স্টেটমেন্ট একটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। বিভিন্ন অনুষ্ঠানের জন্য বিভিন্ন ধরনের পোশাকে নিজেকে সাজিয়ে নিই আমরা। আর এই ফ্যাশন টিপসের জন্য আমাদের বড়ো ভরসা হলো বলিউড অভিনেতা-নেত্রীরা। এইসব তারকাদের হেয়ার স্টাইল, পোশাক, সাজ নকল করে সাজেন না, এমন ভক্ত কমই আছে। কিন্তু সেই ভক্তরা কি জানেন, এই সেলিব্রেটিরা নিজেরাই নকলের অভিযোগে অভিযুক্ত! ফ্যাশন আইকন সোনাম কাপুর থেকে শুরু করে দীপিকা পাড়ুকোন প্রত্যেকেই একে অপরের পোশাক কপি করে চলেছে। তাহলে চলুন দেখে নিই কোন কোন নাম রয়েছে এই ‘কপিক্যাট’-র তালিকায়।

   

১. সোনাম কাপুর এবং দীপিকা পাডুকোন : দীপিকা এবং সোনাম এই দুই অভিনেত্রীই একই বছরে পা রাখেন বলিউডে। পরবর্তী সময়ে দুটি আলাদা আলাদা ইভেন্টে একই রঙের এবং একই ডিজাইনের শাড়ি পরতে দেখা যায় দুজনকে। যদিও দুজনের ব্লাউজের ডিজাইনে সামান্যই পার্থক্য ছিলো তবে এই বিষয়টি প্রকাশ্যে আসার পর ব্যাপক ট্রোল করে নেটিজনরা।

Bollywood,Entertainment,Gossip,Kriti Shanan,Parineeti Chopra,Aliya Bhatt,Deepika Padukone,বলিউড,বিনোদন,কৃতি শ্যানন,পরিনীতি চোপড়া,আলিয়া ভাট,দীপিকা পাড়ুকোন,গসিপ

২. উর্বশী রাউতেলা এবং জাহ্নবী কাপুর : সম্প্রতি উর্বশী এবং জাহ্নবী দুজনকেই একইরকম একটা মাল্টিকালার্ড ড্রেসে দেখা গেছে। যদিও দুজনকেই এই পোশাকে অপরূপ সুন্দরী লাগছিলো তবুও কোথাও না কোথাও এই পোশাকে একটু এগিয়ে গেছে জাহ্নবী।

Bollywood,Entertainment,Gossip,Kriti Shanan,Parineeti Chopra,Aliya Bhatt,Deepika Padukone,বলিউড,বিনোদন,কৃতি শ্যানন,পরিনীতি চোপড়া,আলিয়া ভাট,দীপিকা পাড়ুকোন,গসিপ

৩. পরিনীতি চোপড়া এবং কৃতি শ্যানন : এই দুই অভিনেত্রীই নিজেদের ফ্যাশন স্টেটমেন্টের জন্য পরিচিত। কিন্তু তবুও কোথাও গিয়ে একই জায়গায় আটকে গেছে দুজনের চোখ। কালোর উপর বোহেমিয়ান ব্যাকগ্রাউন্ড দেওয়া এই ডিপ নেক ড্রেসে নজর কেড়েছিলো দুজনেই। যদিও কে কাকে কপি করেছিলো সেটা বলা মুশকিল।

Bollywood,Entertainment,Gossip,Kriti Shanan,Parineeti Chopra,Aliya Bhatt,Deepika Padukone,বলিউড,বিনোদন,কৃতি শ্যানন,পরিনীতি চোপড়া,আলিয়া ভাট,দীপিকা পাড়ুকোন,গসিপ

৪. জ্যাকলিন ফার্নান্দেজ এবং কাল্কি কোচলিন : এই দুজনও পেয়ে গেছে কপি ক্যাটের তকমা। ব্ল্যাক আর মাস্টার্ড রঙের এই ড্রেসটিতে নজরে এসেছেন দুজনেই।

Bollywood,Entertainment,Gossip,Kriti Shanan,Parineeti Chopra,Aliya Bhatt,Deepika Padukone,বলিউড,বিনোদন,কৃতি শ্যানন,পরিনীতি চোপড়া,আলিয়া ভাট,দীপিকা পাড়ুকোন,গসিপ

৫. মাহিরা খান এবং আলিয়া ভাট : এই দুই অভিনেত্রীর নামের সাথে জুড়ে রয়েছে রণবীর কাপুর। এমনকি ব্যতিক্রম যায়নি পোশাকও। একদা আলিয়া ভাট নিজেকে অফ হোয়াইট রঙের অফ শোল্ডার পোশাকে সাজিয়ে নিয়েছিলেন একই সময় হুবহু একই পোশাকে দেখা গেছিলো পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খানকেও।

Bollywood,Entertainment,Gossip,Kriti Shanan,Parineeti Chopra,Aliya Bhatt,Deepika Padukone,বলিউড,বিনোদন,কৃতি শ্যানন,পরিনীতি চোপড়া,আলিয়া ভাট,দীপিকা পাড়ুকোন,গসিপ

৬. করিনা কাপুর এবং দীপিকা পাডুকোন : বলিউডের দুই লিভিং লেডিও বাদ যায়নি এই কপি ট্রেন্ড থেকে। এক ফটোশুটের জন্য কালো এবং কমলা রঙের ড্রেস বেছে নিয়েছিলেন করিনা। আর ঐ একই পোশাক পরে নিজের ছবির প্রমোশনে হাজির হন দীপিকা। বিষয়টি নজরে আসতেই দীপিকাকে নিয়ে ব্যাপক হাসাহাসি হয় নেটপাড়ায়।