bollywood actress who married businessman and settled their life:

Papiya Paul

টিকতে পারেননি বলিউডে! কোটিপতি ব্যবসায়ীদের বিয়ে করে সংসার করছেন যে ৫ অভিনেত্রী

নিউজশর্ট ডেস্কঃ Bollywood Actress Who Married Businessman And Settled Life: সুপারস্টার হওয়ার স্বপ্ন তো সবাই দেখে কিন্তু তা বাস্তবায়িত করতে পারে কয়জন? বলিউডে (Bollywood) সুযোগ পাওয়াটা সত্যিই অনেক বড় ব্যাপার, কিন্তু সুযোগ পেয়েও কি সবাই তা ধরে রাখতে পারে! আজকের প্রতিবেদনে এমনই কিছু অভিনেত্রীর (Actress) কথা বলব, যারা সুযোগ তো ভরপুর পেয়েছিলেন। কিন্তু টিকে থাকার লড়াইয়ে বেমালুম হেরে গিয়েছেন। এবং অবশেষে কোনো বড়ো ব্যবসায়ীকে(Businesssman) বিয়ে করে থিতু হয়েছেন।

   

এশা দেওল : ধর্মেন্দ্র এবং হেমা মালিনীর মেয়ে এশা দেওলের নাম বোধহয় সবাই জানেন। দুই সুপারস্টারের মেয়েকে বলিউডে চান্স পেতে কোনো বেগই পেতে হয়নি। তবে বাবা-মায়ের মত জনপ্রিয়তা তিনি পাননি। এরপর ২০১২ সালে ভারত তখতানিকে বিয়ে করে সংসার পাতেন তিনি। আজ তাদের দুটি সন্তানও রয়েছে।

গায়ত্রী জোশী : বিখ্যাত মডেল তথা অভিনেত্রী গায়ত্রীকে দেখা গেছিল স্বদেশ ছবিতে। এটিই ছিল তার ডেবিউ এবং একইসাথে শেষ ছবি। এরপর বিকাশ ওবেরয়কে বিয়ে করেন এবং বর্তমানে সুখী গৃহকোণ তার। জানিয়ে রাখি বিকাশ ওবেরয় একজন রিয়েল এস্টেট টাইকুন।

আয়েশা টাকিয়া : এই নায়িকাকে ঠিক অসফল বলা যায়না। তার ঝুলিতে রয়েছে অসংখ্য হিট ছবির নাম। তবে একটা সময় ফিল্মি কেরিয়ারকে চিরতরে বিদায় জানান তিনি। ফারহান আজমিকে বিয়ে করে বেশ সুখেই সংসার করছেন আয়েশা।

সেলিনা জেটলি : একটা সময় বিউটি কুইন নামে পরিচিত ছিলেন সেলিনা। ২০০১ সালে মিস ইন্ডিয়ার খেতাবও জিতে নেন। তবে সেই জনপ্রিয়তা দীর্ঘস্থায়ী হয়নি। এরপর পিটার হাগকে বিয়ে করে স্থায়ী হন।

কিম শর্মা : ‘মহব্বতে’ ছবির হাত ধরে বলিউডে খ্যাতি অর্জন করেন কিম শর্মা। এক সময় প্রচুর খ্যাতি অর্জন করেছিলেন, কিন্তু তারপরে তিনিও কিছু ফ্লপ অভিনয় দিয়ে জনপ্রিয়তা হারান। এর পর ২০১০ সালে আলী পাঞ্জাবিকে বিয়ে করেন। যদিঝ প্রায় ৬ বছর পর দুজনে আলাদা হয়ে যান।