Bollywood

‘আর নয় যৌন নিগ্রহ’, কাস্টিং কাউচের বিরুদ্ধে গর্জে উঠেছেন এই ৭ বলিউড অভিনেত্রী

বলিউড (Bollywood) জগতকে বাইরে থেকে দেখে ঠিক যতটা ঝা চকচকে লাগে ভেতর থেকেও কি তাই? বাইরে থেকে চমকানো এই বি টাউনের ভেতরটা যে কতটা অন্ধকার সেটা তারাই বোঝে যারা অনভিপ্রেত কিছু ঘটনার শিকার হন। তারমধ্যে উল্ল্যেখযোগ্য হল যৌন নিগ্রহ (Sexual Harrasment)। আজকে এমন কিছু অভিনেত্রীর কথা বলব যারা সর্বসমক্ষে এসে এই নোংরামোর প্রতিবাদ করেছেন।

১. কল্কি কোচলিন : অভিনেত্রী জানান, এক প্রযোজক তাকে লেট নাইট ডিনারের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। এবং তাকে নাকি এটা বলা হয়েছিল যে, কল্কি যদি তার প্রস্তাবে রাজি হন তবে তিনি কল্কিকে ছবি অফার করবেন‌‌। যদিও এই প্রস্তাব প্রত্যাখান করেছিলেন কল্কি।

২. স্বরা ভাস্কর : অভিনেত্রী স্বরা ভাস্কর বহুবার যৌন হয়রানির ঘটনার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। এক নির্দিষ্ট পরিচালককে নিয়ে স্বরা বলেন, “সে দিনে আমাকে তাড়া করত এবং রাতে আমাকে ডাকত। ছবি নিয়ে আলোচনা করার অজুহাতে আমাকে তার হোটেল রুমে যেতে বলা হয়েছিল।”

৩. সুরভিন চাওলা : জনপ্রিয় অভিনেত্রী সুরভিন চাওলাও এই রকম যৌন নিগ্রহের শিকার হয়েছেন। টেলিভিশন থেকে চলচ্চিত্র জগতে আসার সময় এই ধরনের অভিজ্ঞতার শিকার হয়েছেন সুরভি। যদিও অভিনেত্রী বলেছিলেন যে তিনি ভাগ্যবান যে বলিউডে এটির মুখোমুখি হননি।

৪. কঙ্গনা রানাউত : তালিকার পরবর্তী নাম কঙ্গনা রানাওয়াত। একাধিক তারকার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন কঙ্গনা। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, আদিত্য পাঞ্চোলী থেকে শুরু করে ‘তনু ওয়েডস মনু’ ছবির ইউনিট মেম্বার এরকম একাধিক তারকার বিরুদ্ধে মুখ খুলেছেন কঙ্গনা।

৫. শার্লিন চোপড়া : অভিনেত্রীর মতে, এক প্রযোজক তাকে ক্যামেরা ছাড়াই তার সাথে অন্তরঙ্গ দৃশ্যের মহড়া দিতে বলেছিলেন। পরে ছবির প্রযোজকের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন অভিনেত্রী।

৬. টিসকা চোপড়া : বলিউডের অন্যতম জনপ্রিয় নাম টিসকা চোপড়া। অভিনেত্রীর কথায়, কেরিয়ারের প্রাথমিক পর্যায়ে তিনিও এধরনের ঘটনার শিকার হয়েছেন।

৭. সুচিত্রা কৃষ্ণমূর্তি : বেশ অল্প বয়সে কেরিয়ার শুরু করেছিলেন অভিনেত্রী। কৃষ্ণমূর্তির কথায়, কাস্টিং কাউচ একটি উন্মুক্ত প্রক্রিয়া। অভিনেত্রীর জানান তাকে অনেকেই বলত, “সুচিত্রা, তুমি অভিনেত্রী হতে চাও, তোমাকে করতেই হবে।”

Avatar

Moumita

X