Aishwarya Rai

Moumita

‘অভিষেক কোনোদিনই আমার ক্রাশ ছিল না’, বিয়ের ১৬ বছর পর কারণ ফাঁস করলেন বিশ্বসুন্দরী ঐশ্বর্য

বলি (Bollywood) পাড়ার পাওয়ার কাপল বললে যে নাম দুটো সবার আগে মাথায় আসবে তা হল অভিষেক বচ্চন (Abhishek Bachchan) এবং ঐশ্বর্য রাই (Aishwarya Rai)। যদিও সমালোচকরা তাদের নানা সময়ে নানা কারণে ট্রোল করেছে। অবশ্য তা নিয়ে খুব একটা মাথা ঘামাননি জুনিয়ার বচ্চন৷ তার চেয়ে বরং ঐশ্বর্য রাই বচ্চনের প্রেমে বুঁদ হয়ে থাকাটাকেই বেছে নিয়েছেন তিনি৷

   

প্রসঙ্গত উল্লেখ্য, ২০০৭ সালে রাজকীয় ভাবে বিয়ে করেন এই দম্পতি। তারপর কেটে গেছে দীর্ঘ ১৬ টা বছর। চড়াই উৎরাই পেরিয়ে শক্ত করে একে অপরের হাত ধরে থেকেছেন তারা। তারপর তাদের জীবনে এসেছে মেয়ে আরাধ্যা। শুরু হয়েছে জীবনের আরেকটা অধ্যায়। আর আজ তো বড্ড সুখী গৃহকোণ তাদের।

তো এবার এহেন দম্পতিকে নিয়েই বেশ মজাদার কিছু তথ্য প্রকাশ্যে এসেছে। একটি টক শো-তে উপস্থিত হয়ে স্মৃতির ঝাঁপি খুলে বসেছিলেন বিশ্ব সুন্দরী। যেখানে উঠে এল বেশ কিছু ইন্টারেস্টিং তথ্য। তিনি জানান, অভিষেক নাকি কোনোদিনই তার ক্রাশ ছিলেননা। না বিয়ের আগে না বিয়ের পরে।

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ঐশ্বর্যকে জিজ্ঞেস করা হয়, তিনি তার চেয়ে বয়সে ছোট কোনো ছেলের প্রতি ক্রাশ খেয়েছেন কি না? উত্তরে নায়িকা জানান, ‘আমার স্বামী আমার চেয়ে ছোট, তবে তিনি কখনই আমার ক্রাশ ছিলেন না, আমরা বন্ধু‌। বিয়ের পরও আমার তেমন কিছু মনে হয়নি। স্কুল-কলেজেও আমার চেয়ে ছোট কোনো ছেলের প্রতি আমার ক্রাশ ছিল না।’

বলিউড,বিনোদন,গসিপ,অভিষেক বচ্চন,ঐশ্বর্য রাই,বিয়ে,ক্রাশ,Bollywood,Entertainment,Gossip,Aishwarya Rai,Abhishek Bachchan,Marriage,Crush

প্রসঙ্গত, ববি দেওল-র ডেবিউ ছবি ‘ঔর প্যায়ার হো গ্যায়া’র নায়িকা ছিলেন ঐশ্বর্য রাই বচ্চন। শুটিং চলাকালীন ববির আমন্ত্রণে শুটিং সেটে উপস্থিত হন অভিষেক। সেখানেই প্রথম দেখেন ঐশ্বর্যকে। আর প্রথম দেখাতেই নায়িকার প্রেমে পড়েন অভিষেক। নায়কের কথায়, ‘ঐশ্বর্যকে অসম্ভব ভালো লেগেছিল আমার।’