বহু জল্পনা কল্পনার পর অবশেষে মুক্তি পেল প্রভাস (Prabhas) অভিনীত ‘আদিপুরুষ’ (Adipurush)। রামায়ণের (Ramayana) গল্পকে আধার করে লেখা হয়েছে ছবির চিত্রনাট্য। এর আগে ছবির টিজার, পোস্টার, ট্রেলার রিলিজের সময় থেকেই মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছিল। গ্রাফিক্স, ভিএফএক্স থেকে শুরু করে চরিত্রায়ণ কোনকিছুই পছন্দ হয়নি নেটজনতার। তবে এই সমস্ত বিতর্কে কার্যত জল পড়ে গেল ‘আদিপুরুষ’ সিনেমার প্রথম দিনের বক্স অফিস (Box Office) কালেকশনে।
প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে রাবণ হনুমানের লুক নিয়ে, অতিরিক্ত মাত্রায় অতিরঞ্জিত গ্রাফিক্স নিয়ে আপত্তি তুলেছিলেন দর্শকরা। ছবির ট্রেলার সামনে আসার পর সোশ্যাল মিডিয়ায় যে ঝড় ওঠে তা দেখে ছবিতে একাধিক পরিবর্তন আনতে হয় নির্মাতাদের। এমনকি ছবি তৈরির পর পুনরায় এডিটিং করতেই লেগে যায় আরো ৬ মাস।
পরিস্থিতি প্রতিকুল দেখে মুক্তির তারিখও পিছিয়ে দেন নির্মাতারা। অবশেষে মিললো ফলাফল। কথা আছে না, সবুরে মেওয়া ফলে। ‘আদিপুরুষ’র ক্ষেত্রেও তাই হয়েছে। যদিও রাবণের সোনার লঙ্কাপুরীর জায়গায় কালো পাথরের দুর্গ ও লঙ্কাপুরীর অসুরদের ‘লুকস’ নিয়ে সমালোচনা চলছে। সমালোচনা চলছে ছবির কিছু সংলাপ নিয়েও ষ। তীব্র সমালোচনা চললেও ছবির বক্স অফিসে বইছে খুশির হাওয়া।
মুক্তির প্রথম দিনেই ছবির কালেকশন প্রায় ৮৫ কোটি টাকা। প্রথম দিনের কালেকশনের কথা বললে এটি এই বছরের সর্বোচ্চ রেকর্ড। এর আগে মুক্তি পেয়েছিল শাহরুখের ‘পাঠান’ (Pathan) ও আদা শর্মার ‘দ্য কেরালা স্টোরি’ (The Kerala Story)। দুটি ছবিই দারুণ ব্যবসা করলেও প্রথম দিনের কালেকশন আদিপুরুষের কাছে কিছুই নয়। তবে ‘পাঠান’ কিন্তু হাজার কোটি টাকার ব্যবসা করেছে।
উল্লেখ্য, ‘পাঠান’ মুক্তির প্রথম দিন ব্যবসা করেছিল ৫৭ কোটি টাকা। এরপর বাড়তে থাকে কালেকশন। দেশ থেকে শুরু করে বিদেশের মাটিতেও জমিয়ে ব্যবসা করে ছবিটি। আর এবার ‘আদিপুরুষ’কে নিয়েও একইরকম আশাবাদী ছবির নির্মাতারা। ফিল্ম বিশেষজ্ঞদের ধারণা এই ছবিও হাজার কোটি টাকার গণ্ডি টপকে যেতে পারে সহজেই। পাশাপাশি প্রভাসের কেরিয়ারেরও অন্যতম মাইলস্টোন হতে পারে ‘আদিপুরুষ’।