bollywood flop movies for wrong casting

Moumita

‘রেস ৩’ থেকে ‘বান্টি অর বাবলি ২’, ভুল কাস্টিং-র জন্য ফ্লপ হয়েছে এই ৫ বলিউড ছবি

বলিউডে (Bollywood) এমন বহু কাল্ট ক্লাসিক মুভি আছে যেগুলো আজও দর্শকরা তাদের মনের মণিকোঠায় যত্ন করে তুলে রেখেছে। তবে সেইসব ছবির সিক্যুয়েল দেখে দর্শকরা এতটাই বিরক্ত হয়ে পড়েন যে ছবিটিকে ডিজাস্টার (Disaster) তকমা দিয়ে দেয় সবাই। কারণ হিসেবে অনেকেরই ধারণা মূল ছবির অভিনেতাদের যাদের দিয়ে রিপ্লেস করা হয়েছিল তাদের কারণেই নাকি ছবি ফ্লপ হয়। দেখে নিই সেইসব ছবির তালিকা।

   

রেস থ্রী : সইফ আলি খান অভিনীত ‘রেস’ ছবির কথা তো সকলেই জানেন। ছবির তৃতীয় কিস্তিতে সইফ আলি খানের জায়গায় অভিনয় করেছিলেন সলমন খান। অনুরাগীদের ধারণা, সলমন খানের কারণেই নাকি ফ্লপ হয়েছিল এই ছবি।

ওয়েলকাম ব্যাক : অক্ষয় কুমার অভিনীত ‘ওয়েলকাম’ ছবির কথা সকলেই জানেন। সেইসময় ব্যাপক হিট হয়েছিল এই ছবি। তবে ছবির সিক্যুয়েলটিতে অক্ষয়ের জায়গায় জন আব্রাহামকে নেওয়া হয়। ছবিটি
রীতিমত মুখ থুবড়ে পড়ে বক্স অফিসে।

বান্টি অর বাবলি ২ : অভিষেক বচ্চন অভিনীত ছবি ‘বান্টি অর বাবলি’ ছবির সাফল্যের কথা সকলেই জানেন। সেইসব দারুন প্রশংসিত হয়েছিল সকলের অভিনয়। তবে ছবির সিক্যুয়েলটি সেরকম কোন সাফল্যই আনতে পারেনি। যার কারণ হিসেবে অভিষেক বচ্চনের রিপ্লেসমেন্ট সইফ আলি খানকেই দায়ি মনে করেন।

ওয়ান্স আপুন আ টাইম ইন মুম্বাই : অজয় দেবগন অভিনীত এই ছবির চর্চা চারিদিকে। তবে ছবির সিক্যুয়েলটি সেরকম কোন সাড়াই ফেলতে পারেনি। এই ছবিতে অক্ষয় কুমার এবং ইমরান খানকে দেখা গেছিল। বলা হয় ভুল কাস্টিং-র কারণেই নাকি ডুবে গেছিল ছবিটা।

গোলমাল সিরিজ : শ্রেয়াস হোক কী কুণাল, সরমন যোশীর কমিক টাইমিং-র সাথে তাল মেলাতে পারেনি কেউই। প্রথম ছবিটি আজও সিনেমা প্রেমীদের কাছে সবচেয়ে পছন্দের ছবির মধ্যে অন্যতম।