Papiya Paul

শুধু অ্যাকশন হিরো নয়, নায়ক হয়েও মহিলার চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছেন যে বলিউড তারকারা

সিনেমাতে নায়কের চরিত্রে সঙ্গে খলনায়কের চরিত্র বেশ প্রশংসা পায়। এমন অনেক অভিনেতা আছেন যারা খলনায়কের চরিত্রে অভিনয় করে জীবনে সফলতা লাভ করেছেন। অনেক সময় সিনেমার স্বার্থেই অভিনেতাদেরকে আবার মহিলা চরিত্রে তুলে ধরা হয়। কখনো অভিনেতারা মহিলার চরিত্রে অভিনয় করে মানুষকে খুশি করেন আবার কখনো সেটা সিরিয়াস চরিত্র হয়। আজ বলিউডের(Bollywood) এমন কিছু অভিনেতার কথা আপনাদেরকে জানাবো যারা মহিলার চরিত্র অভিনয় করে দারুণ প্রশংসিত হয়েছিলেন।

   

অক্ষয় কুমার- গতবছর তার মুক্তিপ্রাপ্ত কমেডি হরর ফিল্ম ‘লক্ষী বোম্ব’,এখানে নায়কের চরিত্রে অভিনয়ের পাশাপাশি নারীর চরিত্রে অভিনয় করেছিলেন অক্ষয় কুমার। এই ছবিতে তার অভিনয়ের সঙ্গে সঙ্গেই ‘বোম্ব ভোলে’ গানে তার দুর্দান্ত নাচ দেখে কুর্নিশ জানিয়েছেন সকলেই। আর এই ছবি প্রথমে বিতর্কিত হলেও পরবর্তীকালে ভালো ব্যবসা করেছে।

পরেশ রাওয়াল- বলিউডের একজন জনপ্রিয় অভিনেতা পরেশ রাওয়াল। সেই নব্বই দশক থেকে এখনো পর্যন্ত তাঁর জনপ্রিয়তা অনেক। তিনি ১৯৯৮ সালের একটি ছবিতে রুপান্তরকামীর চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন।

আশুতোষ রানা- এই অভিনেতার নাম যথেষ্ট। জনপ্রিয় ভিলেনের চরিত্রে তার অভিনয় সত্যিই মনে রাখার মত। তবে সংঘর্ষ ছবিতে তার তৃতীয় লিঙ্গের ভূমিকায় অভিনয় আজও মনে রেখেছেন দর্শকেরা।

জনি লিভার-মূলত বলিউডের কমেডি অভিনেতা হিসেবে পরিচিত তিনি। তার দুর্দান্ত অভিনয় মানুষের মন জয় করে নিয়েছে। তিনি একাধিক ছবিতে তৃতীয় লিঙ্গের চরিত্রে, আবার কখনো মহিলার চরিত্রে অভিনয় করেছেন।

শাহরুখ খান- তাকে সবসময় নায়কের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে। নিজের দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে তিনি বলিউডের বাদশা হিসেবে পরিচিত তবে ১৯৯৮ সালে ডুপ্লিকেট ছবিতে নারীর চরিত্রে অভিনয় করেছিলেন কিং খান।

গোবিন্দা- রোমান্স আর কমেডি সব ছবিতেই দারুণ মানাতো গোবিন্দকে। শুধু নায়ক নয়, নায়িকার চরিত্রে তার অভিনয় পছন্দ করতেন দর্শকেরা। আন্টি নং ১ ছবিতে মহিলার চরিত্রে তার অভিনয় ভোলেননি কেউই।

কমল হাসান- ১৯৯৭ সালে চাচি ৪২০ ছবিতে নায়কের পাশাপাশি মহিলার চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছিলেন কমল হাসান।