সাফাইকর্মীর মেয়ে হবে গায়িকা! মানতে নারাজ সমাজ, কেঁদে ফেললেন বিশাল দাদলানি

আজও প্রতি পদে মেয়েদের নিচু হয়ে থাকতে হয় সমাজের কাছে। আজও আমরা মানসিকভাবে উন্নত হতে পারিনি। বিশেষত নারী জাতিকে নিজের জীবনে সফলতা অর্জন করতে গেলে বহু ঘাত-প্রতিঘাতের সম্মুখীন হতে হয়। তেমনই একজন নারী হলেন হরিয়ানার মেয়ে বসুন্ধরা। যার জীবনের কথা শুনে সকলের চোখে জল চলে আসে। সম্প্রতি জীবনের নানা বাধা বিপত্তি সরিয়ে তিনি হাজির হয়েছেন সারেগামাপা এর মঞ্চে।

বসুন্ধরার গান শোনার আগে তাঁর জীবনের কিছু কথা শুনে চোখে জল চলে আসে বিচারকদের। বাবা পেশায় সাফাই কর্মী। ছোটবেলা থেকে গায়িকা হবার স্বপ্ন দেখেন বসুন্ধরা। কিন্তু একজন সাফাই কর্মী মেয়ে হয়ে এই স্বপ্ন যেন তার কাছে বামন হয়ে চাঁদে হাত দেবার মত। এই স্বপ্নের জন্য অনেকের কাছে কটুক্তি শুনতে হয়েছে তাঁকে। এমনকি তাঁর ভজন গাওয়াও কেউ ভালো চোখে দেখেনি। কারোর কাছে কোনদিন তালিম পায়নি বসুন্ধরা।

সাময়িক কথা বার্তার পর যখন গান ধরল বসুন্ধরা, তখন যেন স্তম্ভিত হয়ে গেলেন বিচারকসহ উপস্থিত সকলে। মুগ্ধ হয়ে বিশাল দাদলানি বলেন, “সত্যি তুমি ঈশ্বর দত্ত মেয়ে। কারোর কাছে তালিম না নিয়ে এত সুন্দর গান কি করে তুমি গাইলে তা ভেবে যাচ্ছি আমি। যারা চিরকাল তোমাকে অপমান করেছে আজ তারাই তোমার জন্য সম্মানিত বোধ করবে। একদিন তুমি নিশ্চয়ই নিজের স্বপ্ন পূরণ করতে পারবে”।

বসুন্ধরাকে নিজেদের ভালোবাসা জানিয়ে তাঁকে অনুষ্ঠানে স্বাগত জানানো হল। বসুন্ধরার জয় সেই প্রত্যেক মেয়েদের জয় যারা সমাজে পিছিয়ে থাকার দরুন নিজের স্বপ্নকে প্রতিমুহূর্তে শেষ হয়ে যেতে দেখে।

Papiya Paul

X