Arijit

এই ইংল্যান্ড সফরেই রোহিতের ক্যারিয়ার কার্যত শেষ, দাবি ব্রাড হগের

আগামী 4 ই আগস্ট থেকে ইংল্যান্ডের মাটিতে শুরু হতে চলেছে ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজ। আর এই সিরিজে ব্যাট হাতে চূড়ান্ত ব্যর্থ হবেন ভারত ওপেনার রোহিত শর্মা। এমনটাই দাবি করলেন প্রাক্তন অজি স্পিনার ব্রাড হগ।

   

হগ জানিয়েছেন, “দেশের মাটিতে ব্যাট হাতে রোহিত শর্মা টেস্ট গড় 79 হলেও ইংল্যান্ডের মাটিতে টেস্ট গড় 24। আমি মনে করি ইংল্যান্ডের মাটিতে স্টুয়ার্ট ব্রড, জেমস অ্যান্ডারসনের মত টেস্ট স্পেশালিস্ট বোলারদের সামনে খেলতে বেশ সমস্যায় পড়বে রোহিত। এই সিরিজে রোহিতের ব্যাট হাতে রান না পাওয়ার সম্ভাবনাই বেশি।”

এছাড়া হগ বলেছেন, “রোহিত একজন ভালো ব্যাটসম্যান। ও ব্যাট হাতে কি করতে পারে সেটা আমরা সবাই জানি। কিন্তু এখনও পর্যন্ত টেস্ট ব্যাটসম্যান হিসেবে রোহিত প্রতিষ্ঠিত হতে পারেনি। স্বাভাবিকভাবেই ইংল্যান্ড সিরিজে যে ও খুব বেশি রান করতে পারবে না তা বলাই বাহুল্য। তবে এই সিরিজে যদি ব্যাট হাতে রোহিত রান করতে পারে তবে টেস্ট ব্যাটসম্যান হিসেবে রোহিতের ক্যারিয়ার প্রতিষ্ঠা পাবে। আর না পারলে ওর টেস্ট কেরিয়ার কার্যত শেষ।”