শ্রী ভট্টাচার্য, কলকাতা: পাকিস্তানের বিপক্ষে আরও একটি সাফল্য পেল ভারত। সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) জওয়ান পিকে সাউকে নিরাপদে ফিরিয়ে দিয়েছে পাকিস্তান (BSF Constable Returns)। বুধবার সকালে আটারি-ওয়াঘা সীমান্ত দিয়ে ভারতে ফিরে আসেন পিকে সাউ।
বিএসএফের জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, “আজ ২৩ এপ্রিল ২০২৫ সাল থেকে পাকিস্তান রেঞ্জার্সের হেফাজতে থাকা বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউকে অমৃতসরের জয়েন্ট চেক পোস্ট আত্তারির মাধ্যমে সকাল ১০টা ৩০ মিনিটে ভারতীয় সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। হস্তান্তরটি শান্তিপূর্ণভাবে এবং প্রতিষ্ঠিত প্রোটোকল অনুসারে সম্পন্ন হয়েছে।”
দুই দেশের সম্পর্কের উন্নতির ইঙ্গিত!
জানা গিয়েছে, পূর্ণম কুমার সাউ (পিকে সাউ) ২৩ এপ্রিল ভুলবশত পাক সীমান্ত অতিক্রম করে পাকিস্তান রেঞ্জার্সের হাতে ধরা পড়েন। সাধারণত যখন কোনও সৈনিক ভুলবশত দেশের সীমান্ত অতিক্রম করে, তখন তাঁকে সহজেই ফেরত পাঠানো হয়, তবে পাকিস্তানের ক্ষেত্রে এই সময় লাগল ২২ দিন। এর কারণ ছিল, ২২ এপ্রিলই পহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। পিকে সাউ-র প্রত্যাবর্তনের জন্য দুই দেশের মধ্যে একটি ফ্ল্যাগ মিটিংও বসে, কিন্তু পাকিস্তান তাতে রাজি হয়নি। এখন দুই দেশের মধ্যে যুদ্ধবিরতির পর, পাকিস্তান বিএসএফ জওয়ানকে ফিরিয়ে দিয়েছে। এটিকে দুই দেশের মধ্যে সম্পর্কের উন্নতি হিসেবে দেখা হচ্ছে।
প্রসঙ্গত, পাকিস্তান যখন পিকে সাউকে মুক্তি দিতে বিলম্ব করছিল, তাঁর পরিবার চিন্তিত হয়ে পড়ে। তাঁর স্ত্রী রজনী স্বামীর নিরাপদ প্রত্যাবর্তনের জন্য আকুতি জানান। তিনি পাঠানকোট এবং ফিরোজপুরের ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের পাশাপাশি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও দেখা করতে চান। এদিকে পহেলগাম সন্ত্রাসী হামলার পর ভারতীয় সেনাবাহিনী যখন অপারেশন সিঁদুর শুরু করে, তখন পরিবারের অনিশ্চয়তা আরও বেড়ে যায়। অবশেষে দুশ্চিন্তার সে কালো মেঘ কাটল।
আরও পড়ুন: বিয়ের পরই দিলীপের সৎছেলের আচমকা মৃত্যু ঘিরে রহস্য! ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে ফাঁস মৃত্যুর কারণ
বলা বাহুল্য, ৪০ বছর বয়সী পিকে সাউ-র ফিরে আসার পর, পরিবারটি এখন স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। এখন, তার একটি মেডিকেল পরীক্ষা করা হবে এবং পাকিস্তানে তার চিকিৎসা সম্পর্কে তথ্য সংগ্রহ করা হবে বলে জানা গিয়েছে।