পার্থ সারথি মান্না, কলকাতাঃ বর্তমানে যদি সবচেয়ে সস্তার মোবাইল রিচার্জ করতে চান তাহলে আপনাকে BSNL এর সিমকার্ড ব্যবহারকারী হতে হবে। তবে এবার আর শুধু মোবাইল পরিষেবাই নয়, টেলিভিশন বা DTH পরিষেবাতেও বাজার দখল করতে প্রস্তুত বিএসএনএল। ইতিমধ্যে BSNL ফাইবার ও মোবাইল গ্রাহকদের জন্য ফ্রি ওটিটি ও ৪৫০ লাইভ টিভি চ্যানেল সার্ভিস শুরু করা হয়েছে। তবে এবার সবার জন্যই শুরু হচ্ছে পরিষেবা।
সস্তায় Live TV সার্ভিস দেবে BSNL
হ্যাঁ একেবারে ঠিক দেখছেন, এবার থেকে একেবারে সস্তায় লাইভ টিভি ও ওটিটি প্ল্যাটফর্মের মজা নিতে পারবেন আপনিও। একটা OTT সাবস্ক্রিপশন যেখানে ২০০ টাকা দাম সেখানে মাত্র ৯৯ টাকায় মিলবে সব সুবিধা। কিভাবে? চলুন আজকের প্রতিবেদনে জেনে নেওয়া যাক বিস্তারিত।
মাত্র ৯৯ টাকায় ৪৫০ টিভি চ্যানেল
সম্প্রতি বিএসএনএল এর অফিসিয়াল এক্স হ্যান্ডেলে সবচেয়ে সস্তার প্ল্যান ৯৯ টাকার রিচার্জেও BiTV ব্যবহার করা যাবে বলে জানানো হয়েছে। কিছুদিন আগেই এই সার্ভিস লঞ্চ করা হয়েছে যেখানে স্মার্টফোনেই ৪৫০ এর মত টিভি চ্যানেল দেখতে পারবেন। আর পাঁচটা কোম্পানি যেখানে ভয়েস অনলি প্ল্যানে শুধুমাত্র কলিং ও কিছু এসএমএস দিচ্ছে সেখানে এত কিছু সত্যিই প্রশংসনীয় বলে জানাচ্ছেন গ্রাহকরাও।
BiTV কি?
এটি মূলতঃ একটি ডাইরেক্ট টু মোবাইল সার্ভিস। যেটা BSNL গ্রাহকদের মোবাইলেই সরাসরি ৪৫০টি লাইভ টিভি চ্যানেল দেখতে দেবে। গতবছর অর্থাৎ ২০২৪ সালেই এর ট্রায়াল সার্ভিস শুরু করা হয়েছিল। তবে এবার ফেব্রুয়ারি মাসেই সেটা গোটা দেশের জন্য চালু করে নেওয়া হয়েছে। আপনার কাছে যদি বিএসএনএলের সিমকার্ড থাকে থালেই এই সার্ভিস ব্যবহার করতে পারবেন আপনি। এর জন্য অতিরিক্ত এক টাকাও দিতে হবে না।
আরও পড়ুনঃ পড়বে গরম, বৃষ্টির আশায় কাটবে দিন, শীত বিদায়ে বড় পূর্বাভাস হাওয়া অফিসের
প্রসঙ্গত, যে সমস্ত গ্রাহকেরা ডেটা সেভাবে ব্যবহার করেন না বদলে শুধু কলিং চান তাদের জন্য TRAI এর নির্দেশিকা অনুযায়ী ভয়েস অনলি প্ল্যান লঞ্চ করা হয়েছে। যার মধ্যে একটি হল মাত্র ৯৯ টাকা। এতে ১৭ দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে। আর যদি ৪৩৯ টাকা রিচার্জ করেন তাহলে ৯০ দিনের ভ্যালিডিটি ও ৩০০ ফ্রি এসএমএস পাওয়া যাবে।