BSNL 997 Rs recharge plan for Prepaid Users with 160 Days validiti unlimited data and calling

ধারে কাছেও নেই Jio, Airtel! সস্তায় ১৬০ দিন ভ্যালিডিটির বাজার কাঁপানো প্ল্যান লঞ্চ করল BSNL

নিউজশর্ট ডেস্কঃ যতদিন যাচ্ছে ততই বেড়ে চলেছে স্মার্টফোন ব্যবহারকারীদের সংখ্যা। তবে গ্রাহক বাড়লেও টেলিকম দুনিয়ায় অপারেটর কমেই চলেছে। বর্তমানে বাজারে গুটিকতক টেলিকম অপারেটর রয়েছে। যার মধ্যে Jio, Airtel, Vi সকলেই রিচার্জের দাম বাড়িয়ে চলেছে। তবে এবার গ্রাহকদের কথা ভেবে সস্তায় ধামাকা রিচার্জ প্ল্যান (Recharge Plan) নিয়ে হাজির বিএসএনএল (BSNL)

এই মুহূর্তে BSNL যে প্ল্যান এনেছে তা Artel, Jio theke Vodafone Idea এর মত কোম্পানিদের টেক্কা দেওয়ার জন্য যথেষ্ট বলে মনে করা হচ্ছে। অবশ্য এই প্রথম নয়, এর আগেও প্রিপেড গ্রাহকদের জন্য একাধিক দুর্দান্ত প্ল্যান লঞ্চ করেছে কোম্পানি। কি রিচার্জ প্ল্যান এনেছে বিএসএনএল? রিচার্জ করলে কি কি সুবিধা পাওয়া যাবে? চলুন জেনে নেওয়া যাক।

BSNL Rs-997 প্ল্যান ও তার সুবিধা 

আপনি যদি বিএসএনএল সিমকার্ডে ৯৯৭ টাকার প্ল্যান রিচার্জ করেন তাহলে প্রতিদিন ২ জিবি হাইস্পিড ডেটা পাওয়া যাবে। অবশ্য ২ জিবি শেষ হয়ে গেলেও কমস্পিডে ডেটা পাওয়া যাবে। এছাড়াও প্রতিদিন ১০০টি এসএমএস বিনামূল্যে করা যাবে। কলিং যে আনলিমিটেড ফ্রি থাকবে সেটা আলাদা করে বলার প্রয়োজন নেই। তবে যেটা স্পেশাল সেটা হল এই রিচার্জের ক্ষেত্রে STD কলিংও একেবারে ফ্রি করে দেওয়া হয়েছে। এই প্ল্যানটি রিচার্জ করলে ১৬০ দিনের বৈধতা থাকবে। সাথে লোকধুন ও PRBT এর ২ মাসের বিনামূল্যে অ্যাক্সেস দেওয়া হবে।

BSNL

এই প্ল্যান ছাড়াও কম টাকায় আরও একটি প্ল্যান রয়েছে BSNL এর। ১৫৩ টাকা দিয়ে রিচার্জ করলে প্রতিদিন ১ জিবি ডেটা পাওয়া যাবে। একই সাথে আনলিমিটেড কলিং ও ফ্রি এসএমএস পাওয়া যাবে। এই প্ল্যানের বৈধতা থাকবে ২৬ দিন। যদি আপনি কম টাকায় রিচার্জ করতে চান তাহলে এটি একটি ভালো অপশন হতে পারে।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X