BSNL
Partha Sarathi Manna
Partha Sarathi Manna

Published:

2GB ডেটা, আনলিমিটেড কল সাথে ফ্রি OTT, Jio-Airtel-কে চ্যালেঞ্জ করে ধামাকা রিচার্জ লঞ্চ BSNL-র

পার্থ সারথি মান্না, কলকাতাঃ মোবাইল রিচার্জের বাড়তে থাকা দামের জেরে নাজেহাল জনতাকে কিছুটা হলেও স্বস্তি দিয়েছে BSNL। Jio, Airtel, Vi যেখানে মাসে ২৯৯ টাকা খরচ করাচ্ছে সেখানে হাফ খরচেই গোটা মাস চলে যায় বিএসএনএল গ্রাহকদের। আর এবার হোলির আগে ফের ধামাকা অফার নিয়ে হাজির হল বিএসএনএল।

হোলি স্পেশাল ধামাকা রিচার্জ আনল BSNL

সামনেই হোলি আর তার আগেই, গ্রাহকদের জন্য রীতিমত ধামাকা রিচার্জ নিয়ে হাজির বিএসএনএল। বাকি টেলিকম কোম্পানিগুলি যেখানে ৩৫০০ টাকার বার্ষিক প্ল্যান লঞ্চ করেছে সেখানে মাত্র ২৩৯৯ টাকায় একবছরেও বেশি সময়ের রিচার্জ দিচ্ছে বিএসএনএল। তবে শুধুমাত্র ভ্যালিডিটিই নয়, সাথে থাকছে ভরপুর সুবিধা।

BSNL Rs 2399 রিচার্জ প্ল্যানের সুবিধা

আপনি যদি এই প্ল্যানটি রিচার্জ করেন তাহলে প্রতিদিন ২ জিবি করে হাইস্পীড ডেটা পাওয়া যাবে। এমনকি হাইস্পীড ডেটা শেষ হয়ে গেলেও 64 kbps স্পীডে আনলিমিটেড ইন্টারনেট মিলবে। এর সাথেই আনলিমিটেড কলিং ও প্রতিদিন ১০০টি এসএমএস একেবারে ফ্রি পাওয়া যাবে। এখানেই শেষ নয়, BiTV ও OTT প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশনও পাওয়া যাবে। আর এই কিছুই বৈধ থাকবে ৪২৫ দিন পর্যন্ত।

সম্প্রতি, বিএসএনএলের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই অফারটি ঘোষণা করা হয়েছে। যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে, এই প্ল্যানটিতে আগে ৩৯৫ দিনের ভ্যালিডিটি পাওয়া যেত। তবে এবার সেটা আরও ৩০ বাড়িয়ে ৪২৫ দিন করে দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ ট্রেকিং অতীত, মাত্র ৩৬ মিনিটেই পৌঁছানো যাবে কেদারনাথ, বিরাট ঘোষণা মোদী সরকারের

প্রসঙ্গত, অন্যান্য টেলিকম কোম্পানিগুলির রিচার্জের দাম বৃদ্ধি পাওয়ার পর বিএসএনেলের গ্রাহকের সংখ্যা হু হু করে বেড়েছে। তবে গ্রাহকদের অনেকেই নেটওয়ার্ক সংক্রান্ত অভিযোগ করছেন। এই সমস্যার সমাধানে গোটা দেশ জুড়ে ১ লক্ষ 4G টাওয়ার বসানোর কাজ চলছে। এমনকি 4G টাওয়ারের কাজ সম্পন্ন হয়ে গেলে 5G ও দ্রুত চালু করা হবে।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

Partha Sarathi Manna is a Science graduate from the University of Calcutta with an advanced multimedia degree from Ramakrishna Mission. He has over four years of journalism experience, specializing in entertainment, lifestyle, technology, and travel. In his free time, he enjoys watching movies and web series and exploring new places. Contact: [email protected].

X