Papiya Paul

3 মাস পর্যন্ত বিনামূল্যে ব্রডব্যান্ড পরিষেবা সঙ্গে ফ্রি OTT সাবস্ক্রিপশন, BSNL নিয়ে এসেছে জবরদস্ত অফার

নিউজশর্ট ডেস্কঃ Bharat Sanchar Nigam Limited বা BSNL সাধারণ মানুষের সুবিধার্থে বিভিন্ন রকমের কম খরচের মধ্যে ব্রডব্যান্ড সার্ভিস দিয়ে থাকে। অন্যান্য ব্রডব্যান্ড পরিষেবাগুলির তুলনায় বিএসএনএল-এর ফাইবার ইন্টারনেট পরিষেবা অনেক কম খরচ এবং এর সাথেই ইন্টারনেট স্পিড অনেকটাই বেশি থাকে। এখন এই বিএসএনএল-এর প্ল্যানগুলোর মধ্যে আবার ওটিটি কনটেন্ট স্ট্রিম করার সুযোগ পাওয়া যায়।

   

আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে এমনই একটি সস্তার প্ল্যান সম্পর্কে বিস্তারিত জানাবো। এই প্ল্যানের(Recharge Plan) জন্য আপনাকে খরচ করতে হবে ৭৯৯ টাকা। তাহলে এই প্ল্যানে আপনি কি কি পরিষেবা পাবেন সেই সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

BSNL এর ৭৯৯ টাকার প্ল্যান-
এই প্ল্যানে ১০০ এমবিপিএস স্পিড সহ প্রত্যেক মাসে ১০০০ জিবি ডেটা পাওয়া যায়। এই ডাটা শেষ হয়ে যাবার পর ৫ এমবিপিএস স্পিডে আনলিমিটেড ডাটা ব্যবহার করা যায়। এছাড়া এই প্ল্যানে সমস্ত নেটওয়ার্ককে আনলিমিটেড কলিং-এর সুবিধা রয়েছে। এটা মনে রাখতে হবে এই প্ল্যানে গ্রাহকদের ল্যান্ডলাইনকে নিজেদের কিনতে হবে। তবে বিনামূল্যে ইনস্টলেশন পাওয়া যাবে।

এছাড়া এই প্ল্যানে বিভিন্ন ধরনের ওটিটি পরিষেবা রয়েছে। বিনামূল্যে Hotstar SonyLIV, Zee5 এবং YuppTV-এর সাবস্ক্রিপশনও পাওয়া যাবে। এই প্ল্যানের বৈধতা ১ মাস, ৬ মাস, ১২ মাস এবং ২৪ মাসের ভ্যালিডিটি সহ পাওয়া যায়। আর এই প্ল্যান যারা দীর্ঘদিনের জন্য রিচার্জ করতে চাইছেন। তারা প্রায় অতিরিক্ত তিন মাস পর্যন্ত বৈধতা পাবেন। অর্থাৎ আপনি যদি ৬ মাসের জন্য প্ল্যানটি রিচার্জ করেন তাহলে এককালীন ৪,৩৯৫ টাকা দিতে হবে, ফলে এর সাথে ৩৯৯ টাকার সাশ্রয় করতে পারবেন। তবে, এছাড়া আর অন্য কোনো সুবিধা পাওয়া যাবে না।