BSNL

BSNL: ৩৩০০ জিবি ডেটা সঙ্গে Disney+Hotstar-র ফ্রি সাবস্ক্রিপশন! BSNL-র এই প্ল্যানের কাছে পাত্তা পাবে না Jio

নিউজশর্ট ডেস্কঃ BSNL এখন ভারতের অন্যান্য জনপ্রিয় টেলিকম সংস্থাগুলোর সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য একের পর এক বড় পদক্ষেপ গ্রহণ করছে। আপনি যদি একজন BSNL-এর গ্রাহক হন, তাহলে আপনার জন্য রয়েছে একটি দারুন সুখবর। এবার বিএসএনএল তার গ্রাহকদের ব্রডব্যান্ডের মাধ্যমে পরিষেবা দেওয়ার জন্য এনেছে BHARAT FIBRE।

এই সংস্থার এমন দুটো প্ল্যান রয়েছে যেই প্ল্যানের মধ্যে ব্যবহারকারীরা মোট ৩৩০০ জিবি ডেটা সহ কল করার সুবিধা পাবেন। চলুন তাহলে BSNL-এর এই দুটো ব্রডব্যান্ড প্ল্যান সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

৫৯৯ টাকার প্ল্যান: এই প্ল্যানের জন্য আপনাকে প্রত্যেক মাসে খরচ করতে হবে ৫৯৯ টাকা। এই প্ল্যানে আপনি ৬০ Mbps গতিতে আনলিমিটেড ডেটার সুবিধা পাবেন। এর সাথেই ৩৩০০ জিবির FUP-এর লিমিট নির্ধারণ করেছে এই সংস্থা। অর্থাৎ পুরো মাসে সম্পূর্ণ ডাটা খরচ হয়ে গেলে ইন্টারনেটের গতি ৬০ Mbps থেকে কমে ৪ Mbps হয়ে যাবে।

BSNL

আরও পড়ুন: Travel: এই জায়গার কাঞ্চনজঙ্ঘার রূপ ভোলার নয়, ঘুরে আসুন এই পাহাড়ি গ্রামে, পাবেন ভগবানের সান্নিধ্যে

৬৯৯ টাকার প্ল্যান: এই প্ল্যানের ক্ষেত্রেও গ্রাহকেরা ৬০ Mbps গতিতে পুরো মাসের জন্য ৩৩০০ জিবি ডাটার সুবিধা পাবেন। এর সাথে এই প্ল্যানে গ্রাহকেরা Disney + Hotstar OTT সাবস্ক্রিপশন পেয়ে যাবেন। এখানে আনলিমিটেড কলিং-এর সুবিধা আছে।

BSNL

প্রসঙ্গত, যদি জিও ফাইবারের সবচেয়ে সস্তার প্ল্যানের সঙ্গে এই প্ল্যানের তুলনা করা হয়। তাহলে সেক্ষেত্রে ৩৯৯ টাকায় জিও ফাইবারের সবচেয়ে সস্তার প্ল্যান পাওয়া যায়। এতে ব্যবহারকারীরা ৩০ Mbps  গতিতে ইন্টারনেট স্পিড পেয়ে যাবেন। এর সঙ্গে বিনামূল্যে কল করার সুবিধা পাওয়া যায়। তবে এই প্ল্যানের ক্ষেত্রে কোনো OTT সাবস্ক্রিপশন মিলবে না।

 

 

Avatar

Papiya Paul

X