BSNL

Papiya Paul

BSNL: এবার পাক্কা রাতের ঘুম উড়বে Jio-Airtel-র, মাত্র ৫৮ ও ৫৯ টাকার রিচার্জ প্ল্যান এনে চমকে দিল BSNL

নিউজশর্ট ডেস্কঃ জিও, এয়ারটেল এবং ভোডাফোন-আইডিয়ার সঙ্গে টক্কর দেওয়ার জন্য বিএসএনএল-এর(BSNL) তরফ থেকে নিত্যনতুন প্ল্যান লঞ্চ করা হয়েছে। গ্রাহকদের আকৃষ্ট করার জন্য কম পয়সায় ভালো প্ল্যান আনার চেষ্টা করছে এই সংস্থা। আর এবার দুটো নতুন প্রিপেইড প্ল্যান(Recharge Plan) ঘোষণা করছে ভারত সঞ্চার নিগম লিমিটেড।

   

গ্রাহকদের সুবিধার জন্য ৫৮ এবং ৫৯ টাকায় দুটো রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে এই কোম্পানি। কিছুদিন ধরেই বিএসএনএল-এর ৪জি লঞ্চ নিয়ে নানারকমের চর্চা চলছে। আর এবার গ্রাহকদের মন জয় করার জন্য সস্তার দুটো প্ল্যান ঘোষণা করেছে বিএসএনএল। এরমধ্যে ৫৮ টাকার প্ল্যানটি হল একটি ডেটা ভাউচার বা এড অন ডেটা প্ল্যান। আর ৫৯ টাকার প্ল্যান হলো রেগুলার সার্ভিস ভ্যালিডিটি প্ল্যান।

BSNL-এর ৫৮ টাকার প্ল্যান:

এই প্ল্যান হলো একটি প্রিপেইড ডেটা ভাউচার। এই প্ল্যান ব্যবহার করার জন্য ব্যবহারকারীর একটি প্ল্যান মোবাইলে থাকতে হবে। এই রিচার্জের ভ্যালিডিটি থাকবে ৭ দিন। প্রত্যেকদিন ২ জিবি করে ডাটা পাওয়া যাবে। আর ডাটা শেষ হয়ে গেলে স্পিড ৪০কেবিপিএস-এ নেমে আসবে।

আরও পড়ুন: 6G: সবার আগে 6G ডিভাইস আনলো জাপান, ১ সেকেন্ডে ডাউনলোড হবে ৫ টি সিনেমা, স্পিড 5G-র থেকে ৫০০ গুণ বেশি

যে সমস্ত গ্রাহকদের প্রচুর পরিমাণে ইন্টারনেটের দরকার এবং একটানা ইন্টারনেট ব্যবহারের ফলে দৈনিক ডেটা শেষ হয়ে যায়। তারা এই অ্যাড অন প্ল্যান রিচার্জ করতে পারেন। এক্ষেত্রে টানা ৭ দিন ২ জিবি করে ডাটা পাওয়া যাবে। ইন্টারনেট ব্যবহারকারীদের অনেক সুবিধা হবে।

BSNL

BSNL-এর ৫৯ টাকার রিচার্জ প্ল্যান:

এটি নরমাল রিচার্জ প্ল্যানের মতোই প্ল্যান। এখানে ৭ দিন ভ্যালিডিটি থাকবে। এই ৭ দিন রোজ ১ জিবি ডেটা এবং আনলিমিটেড ভয়েস কলিং-এর সুবিধা পাওয়া যাবে। মোবাইল চালু রাখার জন্য রিচার্জ করতে যারা চান তারা এই প্ল্যানটি রিচার্জ করতে পারেন। যারা সেকেন্ডারি সিম হিসাবে বিএসএনএল ব্যবহার করেন সেক্ষেত্রে সিম চালু রাখার জন্য সস্তায় কোন পরিষেবা নিতে চাইলে এই প্ল্যানগুলো কার্যকর হতে পারে।