BSNL

anita

BSNL: ২১৫ দিনের জন্য রিচার্জ থেকে লম্বা ছুটি, দুর্দান্ত ও সস্তার প্ল্যান নিয়ে হাজির BSNL

নিউজ শর্ট ডেস্ক: BSNL অর্থাৎ ভারত সঞ্চার নিগম লিমিটেড হল আমাদের দেশের অন্যতম জনপ্রিয় সরকারি টেলিকম সংস্থা। এবার রিচার্জ প্ল্যানের (Recharge Plan) ভ্যালিডিটি (Valdity) বাড়িয়ে গ্রাহকদের এক বিরাট উপহার দিল এই কোম্পানি।

   

এরফলে আগামী দিনে বিএসএনএল ইউজারদের একটা লম্বা সময়ের জন্য ফোনে রিচার্জ করার ঝামেলা পোহাতে হবে না।আগেই এই কোম্পানির তরুফে দু-দুটি প্ল্যানের ইন্টারনেট স্পিড এবং ডেটা লিমিট বাড়ানো হয়েছিল।

জানা যাচ্ছে সব ঠিক থাকলে আগামী দিনে ভারত সঞ্চার নিগম লিমিটেড সারা দেশে তাদের ৪জি (4G) পরিষেবা চালু করবে। ইতিমধ্যেই এই কোম্পানিটি বেশ কিছু টেলিকম সার্কেলে ৪ জি পরীক্ষা শুরু করেছে। আসুন, BSNL-এর সেই দুটি রিচার্জ প্ল্যান সম্পর্কে বিস্তারিত জানা যাক।

রিচার্জ প্ল্যান,Recharge Plan,বিএসএনএল,BSNL,৪জি,4G,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

৬৬৬ টাকার রিচার্জ প্ল্যান

BSNL-এর এই রিচার্জ প্ল্যানটির বৈধতা মোট ১২০ দিন। এখন এই প্ল্যানেই কোম্পানি অতিরিক্ত ৩০ দিনের ভ্যালিডিটি দিচ্ছে। অর্থাৎ আগামীদিনে এই প্ল্যানে রিচার্জ করলে ব্যবহারকারীরা ১২০ দিনের পরিবর্তে মোট ১৫০ দিনের ভ্যালিডিটি পাবেন। এই প্ল্যানে অফার হিসাবে ব্যবহারকারীরা সারা দেশের সমস্ত মোবাইল নেটওয়ার্কেই  আনলিমিটেড ভয়েস কল করতে পারবেন।

আরও পড়ুন: সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা ছাড়ুন! LIC-র এই পলিসিতে ২,২৫০ টাকা রাখলে মিলবে ১৪ লক্ষ টাকা

এছাড়াও এই প্ল্যানে ব্যবহারকারীদের  প্রতিদিন বিনামূল্যে ১০০টি এসএমএস করার সুবিধা দেওয়া হয়। এখানেই শেষ নয়, এই প্রিপেড রিচার্জ প্ল্যানে প্রতিদিন ০.৫ জিবি ডেটা পাওয়া যায়। এছাড়াও, ব্যবহারকারীরা মোট ৬০ দিনের জন্য PRBT ফ্রি রিংটোনের সুবিধা পাবেন।

রিচার্জ প্ল্যান,Recharge Plan,বিএসএনএল,BSNL,৪জি,4G,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

৯৯৯ টাকার রিচার্জ প্ল্যান

এতদিন BSNL-এর এই রিচার্জ প্ল্যানটির ভ্যালিডিটি ছিল ২০০ দিন। সম্প্রতি এই প্ল্যানের মেয়াদ অতিরিক্ত ১৫ দিন বাড়ানো হয়েছে। তাই এখন এই রিচার্জ প্ল্যানে ব্যবহারকারীরা মোট ২১৫ দিনের ভ্যালিডিটি পাবেন। BSNL-এর এই রিচার্জ প্ল্যানেও আনলিমিটেড ভয়েস কল করার সুবিধা রয়েছে। তবে এই প্ল্যানে, ব্যবহারকারীরা অন্য কোনও সুবিধা পাবেন না। অর্থাৎ বিনামূল্যে ডেটা বা SMS এর সুবিধা পাওয়া যাবে না। এই প্ল্যানে, ব্যবহারকারীরা শুধুমাত্র ২ মাসের জন্য ফ্রি PRBT রিংটোনের সুবিধা পাবেন।