BSNL

anita

BSNL: BSNL-র মাস্টার স্ট্রোক! দেশজুড়ে আসছে আত্মনির্ভর ৪জি পরিষেবা, ঘুম উড়ালো Airtel-Jio-র

নিউজ শর্ট ডেস্ক: এই মুহূর্তে আমাদের দেশে অন্যতম দুটি বড় টেলিকম সংস্থা হল জিও (Jio) এবং এয়ারটেল (Airtel)। এই দুটি কোম্পানিই এখন গ্রাহকদের জন্য সম্পূর্ণ  বিনামূল্যে ৫জি পরিষেবা দিচ্ছে। সেখানে বেশ অনেকখানি পিছিয়ে আমাদের দেশের  সরকারি টেলিকম সংস্থা বিএসএনএল (BSNL)।

   

কারণ এখনও পর্যন্ত ৪ জি পরিষেবাই  চালু হতে পারেনি বিএসএনএল। আর এইভাবে দিনের পর দিন ক্রমাগত পিছিয়ে পড়ার সাথে সাথেই প্রতিনিয়ত হাজার হাজার গ্রাহক  হারাচ্ছে বিএসএনএল। তাই এবার গ্রাহক ফেরাতেই কোমর কষে নেমে পড়েছে  বিএসএনএল কর্তৃপক্ষ।

সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে চলতি বছরেই অর্থাৎ ২০২৪ সালেই সারা দেশ জুড়ে ৪ জি পরিষেবা লঞ্চ করবে বিএসএনএল। যদিও এতদিনেও সারাদেশে ৪ জি পরিষেবা লঞ্চ করতে না পারার কারণে হাজার হাজার গ্রাহক এখন বিএসএনএল ছেড়ে অন্যান্য টেলিকম সংস্থায় যোগ দিয়েছেন।

বিএসএনএল,BSNL,আত্মনির্ভর ৪ জি কানেকশন,Atmanirbhar 4g Connection,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali,জিও,Jio,এয়ারটেল,Airtel

এ প্রসঙ্গে Trai-র  রিপোর্টে উঠে এসেছে এক বিরাট তথ্য। জানা যাচ্ছে গত অর্থ বর্ষেই  বিএসএনএল ছেড়ে বেরিয়ে গিয়েছেন মোট ১ কোটি ৮০ লক্ষ গ্রাহক। শুধু তাই নয় গত মার্চেই ২৩ লক্ষ গ্রাহক বিএসএনএল-এর কানেকশন ছেড়ে বেরিয়ে এসেছেন।  এইভাবে দিনের পর বিপুল সংখ্যক গ্রাহক হারিয়ে বিএসএনএলের কাছে এই মুহূর্তে রয়েছে মাত্র ৮ কোটি ৮০ লক্ষ ৬০ হাজার গ্রাহক।

আরও পড়ুন: বারবার রিচার্জ করার ঝামেলা থেকে মুক্তি! Prime Video সহ একগুচ্ছ সুবিধা নিয়ে হাজির Jio

তবে এবার গ্রাহকদের বিরাট সুখবর দিয়ে বিএসএনএল জানিয়েছে আত্মনির্ভর (Atmanirbhar) নীতি অনুসরণ করে ২০২৪ সালের আগস্ট মাস থেকে সারা দেশ জুড়ে  লঞ্চ করা হবে ৪ জি পরিষেবা। জানা যাচ্ছে সরকারি টেলিকম সংস্থা বিএসএনএল এই পরিষেবা চালু করবে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি ব্যবহার করে

এই আত্মনির্ভর ৪জি পরিষেবা সম্পর্কে বিএসএনএলের আধিকারিকদের তরফ থেকে জানানো হয়েছে, পরীক্ষামূলক পর্যায়ে ৪জি পরিষেবার ক্ষেত্রে বিএসএনএল ৭০০ মেগাহার্ৎজ ও ২১০০ মেগাহার্ৎজ স্পেকট্রাম ব্যান্ডে ৪জি  নেটওয়ার্কে ৪০-৪৫ মেগাবাইট প্রতি সেকেন্ড সর্বোচ্চ গতি নথিভুক্ত হয়েছে। এই কাজে বিএসএনএলের  সাথে হাত মিলিয়েছে  টাটা গ্রুপ। আগামী দিনে দেশজুড়ে ৪জি পরিষেবা আনার জন্য টাটার টিসিএস ও সি-ডটের অধীনে থাকা কনসর্টিয়ামের প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।

Recharge Plan

ইতিমধ্যেই পাঞ্জাবে পরীক্ষামূলকভাবে ৪জি পরিষেবা লঞ্চ হয়েছে। বিএসএনএলের আধিকারিকরা জানিয়েছেন, পাঞ্জাবে এই মুহূর্তে ৮ লক্ষ ৪জি পরিষেবা ব্যবহারকারী বিএসএনএল গ্রাহক রয়েছেন। তাদের দাবি বিএসএনএলের এই ৪ জি নেটওয়ার্ক  খুবই ভালো পারফর্ম করছে।