TET

Moumita

ছিল না কোনো শিক্ষক, নিজের চেষ্টাতেই টেট পরীক্ষায় প্রথম, ‘ইনা’র অদম্য লড়াই অনুপ্রেরণা দেবে আপনাকে

সদ্যই প্রকাশিত হয়েছে টেট(TET) ২০২২ এর ফলাফল। রাজ্য জুড়ে শিক্ষা ব্যবস্থায় নিয়োগ সংক্রান্ত আইনি জটিলতার মধ্যেই সামনে এসেছে পরীক্ষার রেজাল্ট(Result)। গত শুক্রবারই পর্ষদ সভাপতি গৌতম পাল সাংবাদিক সম্মেলনে এই মেধা তালিকা প্রকাশ করেছেন। আর এই তালিকায় প্রথম স্থান দখল করেছেন পূর্ব বর্ধমানের ইনা সিংহ(Ena Singha)।

   

একেবারে প্রকৃত ফাইটারের মতোই লড়াই করেছেন তিনি। আর ফলস্বরূপ পেয়েছেন নজরকাড়া সাফল্য। ২০২২ সালের টেটে ১৩৩ নম্বর পেয়ে তিনিই প্রথম হয়েছেন। ইনার কথায়, ‘১৩৩ নম্বর পেয়ে রাজ্যে প্রথম স্থান অধিকার করেছি, বাড়ির কাজ সামলে, টিউশন পড়িয়ে তারপরেও নিজের পড়াশোনা চালিয়ে গিয়েছি, খুব আনন্দ হচ্ছে।’

আসলে, ইংরেজিতে স্নাতক এই তরুণী টেটে সাফল্যের জন্য শুরু থেকে ধনুকভাঙা পণ করেছিলেন। না ছিল কোনো কোচিং না ছিল গাইডেন্স। নিজেই নিজেকে মোটিভেট করেছেন এবং তৈরিও করেছেন। মুখ উজ্জ্বল করেছেন পরিবার পরিজনের।

প্রসঙ্গত উল্লেখ্য, এইদিন মোট ৬ লক্ষ ২০ হাজার পরীক্ষার্থীর ফল প্রকাশিত হয়েছে। একদিকে ইনা যেমন প্রথম স্থান অর্জন করেছেন তেমনই দ্বিতীয় স্থানে রয়েছেন চারজন। সূত্রের খবর, প্রথম থেকে ১০-এর মধ্যে মোট ১৭৭ জন চাকরিপ্রার্থী স্থান দখল করেছেন।

আজকের এই সাফল্য নিয়ে ইনা বললেন, ‘আমি আশাবাদী ছিলাম। কখনও কোনও কোচিং সেন্টারে পড়াশোনা করিনি। আমি অনেক বেসরকারি স্কুল, এনজিও-তে চাকরি করেছি। প্রচুর টিউশনিও করতাম। এবার ডব্লিউবিসিএস-এর দিকে যাব।’