পার্থ সারথি মান্না, কলকাতাঃ হাইকোর্টের আদেশে পশ্চিমবঙ্গের ২০১০ সালের পর থেকে ইস্যু করা সমস্ত ওবিসি সার্টিফিকেট (OBC Certificate) বাতিল হয়ে যায়। ২২শে মে ২০২৪ এর এই ঘোষণার পরেই কার্যত বাজ পরে লক্ষ লক্ষ ওবিসি সার্টিফিকেটধারীদের মাথায়। চাকরি থেকে শিক্ষার ক্ষেত্রে এই সার্টিফিকেট বেশ গুরুত্বপূর্ণ, আর এবার জয়েন্ট এন্ট্রান্সের (JEE) ভর্তি নিয়ে নয়া নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।
জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার্থীদের জন্য নয়া নির্দেশ হাইকোর্টের
গত বছর যে সমস্ত ওবিসি প্রার্থীরা উত্তীর্ন হলেও কাউন্সিলিংয়ের জন্য ডাক পাননি তাদের জন্য নতুন প্যানেল তৈরির কথা জানিয়েছে কলকাতা হাইকোর্ট। আসলে পরীক্ষায় পাশ করলেও কাউন্সিলিয়ের জন্য ডাকই পাননি বলে অভিযোগ করেই মামলা হয় হাইকোর্টে। গতকাল অর্থাৎ বুধবার বিচারপতি কৌশিক চন্দ স্নাতকোত্তরের এই পরীক্ষায় নতুন প্যানেল তৈরির নির্দেশ জারি করেন।
কি জানাল কলকাতা হাইকোর্ট?
যেমনটা বলা হয়েছে, নতুন প্যানেল তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে। আর সেই প্যানেল অনুযায়ী কাউন্সেলিং ও ভর্তি হবে বলে জানানো হয়েছে। তবে এক্ষেত্রে ২০১০ সালের পরে যে সমস্ত প্রার্থীরা ওবিসি সার্টিফিকেট পেয়েছেন তাদের কাউন্সিলিংয়ে ডাকা হবে না। কারণ হাইকোর্টের রায়কে জানিয়ে রাজ্য সুপ্রিম কোর্টে গেছে ঠিকই তবে এখনও রায়ের উপর কোনো স্থগিতাদেশ জারি হয়নি।
গতকাল শুনানির সময় রাজ্যের স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ব বিদ্যালয়ের রেজিস্ট্রার ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের ডিরেক্টরকে ২ ঘন্টার মধ্যে হাজিরের নির্দেশ দেওয়া হয়। এরপর তাদের কথা শোনার পরই নতুন প্যানেলের নির্দেশ দেওয়া হয়। এই গোটা প্রক্রিয়াটি আগামী ৪০ দিনের মধ্যেই সম্পন্ন করে হবে বলে জানা যাচ্ছে। নয়া প্যানেলের মেধাতালিকা তৈরি করে সেটা দ্রুত রাজ্য স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ে পাঠিয়ে দিতে হবে। এরপর এক মাসের মধ্যেই কাউন্সেলিং শেষ করতে হবে।
মামলাকারীদের আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত ও বিক্রম বন্দ্যোপাধ্যায়ের মামলা প্রসঙ্গে জানান, ‘আদালত স্পষ্ট করে দিয়েছে ২০১০ সালের পরের ওবিসি সার্টিফিকেট ব্যবহার চলবে না। জয়েন এন্ট্রান্স পরীক্ষার ক্ষেত্রেও এর ব্যতিক্রম হবে না’।