পার্থ সারথি মান্না, কলকাতাঃ কিছুদিন হল প্রকাশ্যে এসেছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষার ফলাফল। তবে সেন্ট্রাল বোর্ড ও সেকেন্ডারি এডুকেশন বা CBSE এর দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষার রেজাল্ট আসা এখনও বাকি। এরই মাঝে এল বড় ঘোষণা। জানা যাচ্ছে নতুন বড়সড় বদল আসতে চলেছে পরীক্ষার খাতা রিভিউ ক্ষেত্রে, এমনটাই জানাল সিবিএসসি বোর্ড। কি বদল হতে পারে? জানতে প্রতিবেদনটি শেষ অবধি পড়ুন।
দশম ও দ্বাদশের ফলপ্রকাশের আগেই বড় ঘোষণা CBSC বোর্ডের
পরীক্ষার রেজাল্ট প্রকাশ্যে আসার পর যদি পরীক্ষার্থীরা নিজেদের প্রাপ্ত নাম্বার নিয়য়ে সন্তুষ্ট না হয় তাহলে তাদের খাতা পুনর্মূল্যায়নের একটি সুযোগ দেওয়া হয়। এবার এই পদ্ধতিতেই বদল আঁচে সিবিএসসি বোর্ড। যেমনটা জানা যাচ্ছে, যারা নাম্বার নিয়ে অসন্তুষ্ট হবে তাদের আগে নিজেদের খাতা দেখার জন্য আবেদন করতে হবে। এরপর তাদের উত্তরপত্রের একটি জেরক্স কপি দেওয়া হবে।
উত্তরপত্র দেখে নাম্বার যাচাই করতে হবে পরীক্ষার্থীদেরই। এরপর পুনর্মূল্যায়নের জন্য আবেদন করা যাবে। অর্থাৎ একবারে নয় দুইবারে রিভিউ এর আবেদন করা যাবে। অবশ্য কেউ চাইলে একসাথেই দুটির জন্য আবেদন করতেই পারবেন। আগে এমনটা নিয়ম ছিল না, প্রথমে রিভিউ আবেদন করতে হত, তারপরেই পরীক্ষার খাতার ফটোকপি পাওয়ার জন্য আবেদন করা যেত।
হটাৎ কেন নিয়ম বদল?
নয়া নিয়ম প্রকাশ্যে আসার পরে স্বাভাবিকভাবেই অনেকের মনে প্রশ্ন জেগেছে কেন এমনটা করা হল? এর উত্তরে বোর্ড জানাচ্ছে, নতুন নিয়মে পরীক্ষা ব্যবস্থার স্বচ্ছতা আরও বাড়বে। তাকাহারা পরীক্ষার্থীরাও নিজেদের উত্তরপত্র দেখে নিজেদে ভুল যাচাই ও খাতা দেখা শিক্ষকদের মন্তব্য দেখে রিভিউ করতে হবে কি না সিদ্ধান্ত নিতে পারবে। তবে নতুন নিয়ম ঘোষণা হলেও কিভাবে এর জন্য আলাদা আলাদা করে আবেদন করতে হবে সেই সম্পর্কে এখনও কিছুই জানানো হয়নি। খুব সম্ভবত পরীক্ষার ফল প্রকাশ করা হলে বিস্তারিত নির্দেশ দেওয়া হবে।
আরও পড়ুনঃ শীঘ্রই হবে হাওড়া পুর ভোটের দিনক্ষণ ঘোষণা, অপেক্ষা নবান্নের সবুজ সঙ্কেতের
প্রসঙ্গত, এবছর সিবিএসসি বোর্ডের ১৫ই ফেব্রুয়ারি থেকে ১৮ই মার্চ অবধি দশম শ্রেণীর ও ১৫ই ফেব্রুয়ারি থেকে ৪ঠা এপ্রিল অবধি দ্বাদশ শ্রেণীর পরীক্ষা আয়োজিত হয়েছিল। এখনও পর্যন্ত ফলপ্রকাশের দিনক্ষণ ঘোষণা করা হয়নি। তবে আশা করা হচ্ছে খুব শীঘ্রই রেজাল্টের দিন ঘোষণা করা হবে।