কেন্দ্র সরকারের বড় সিদ্ধান্ত, জম্মু-কাশ্মীরে এবার জমি কিনতে পারবেন যে কোনও ভারতীয়

ক্ষমতায় আসার পর থেকে জম্মু- কাশ্মীর নিয়ে বড় রকমের সিদ্ধান্ত নিয়ে এসেছে নরেন্দ্র মোদী সরকার৷ এবার উপত্যকায় জমি সংক্রান্ত বিরাট পদক্ষেপ নিল দিল্লি। কেন্দ্রের এক বিবৃতিতে জানানো হয়েছে, ইউনিয়ন টেরিটরি অফ জম্মু অ্যান্ড কাশ্মীর রিঅর্গানাইজেশন থার্ড অর্ডার,২০২০ অনুযায়ী সেখানে জমি কিনতে পারবেন যে কোনও ভারতীয়। আগে এই সুবিধা পেতেন শুধুমাত্র সেখানকার বাসিন্দারা।

Avatar

Koushik Dutta

X