Central Government,কেন্দ্রীয় সরকার,DA,ডিএ,Salary,বেতন,Extra 11 Thousand,অতিরিক্ত ১১ হাজার,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

anita

Government: সরকারি কর্মীদের পোয়া বারো! DA যুক্ত বেতনের সাথেই মিলবে আরও ১১ হাজার টাকা

নিউজ শর্ট ডেস্ক: আবারও পোয়া বারো কেন্দ্রীয় সরকারী (Central Government) কর্মচারীদের। প্রসঙ্গত চলতি বছরের মার্চ মাসেই ডিএ (DA) বৃদ্ধির পর কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের জন্য এসে গেল এক বিরাট সুখবর। প্রসঙ্গত চলতি বছরের মার্চ মাসেই ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মুখে হাসি ফুটিয়েছিলেন কেন্দ্রীয় সরকার।

   

যার ফলে এবার থেকে কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের মহার্ঘ ভাতা এক লাফে পৌঁছেছে ৫০ শতাংশে। কিন্তু নিয়ম অনুযায়ী মহার্ঘ ভাতা বৃদ্ধির সাথে সাথে আরোও একাধিক ভাতা বাড়ে।  তবে এই নিয়ে বেশ বিভ্রান্তির মধ্যেই ছিলেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা।  কারণ এ বিষয়ে এতদিন সরকারের তরফ থেকে স্পষ্ট ভাবে কিছুই জানানো হয়নি।

তবে এবার প্রত্যেক সরকারি কর্মচারীদের সংশয় দূর করতে একটি সুস্পষ্ট নির্দেশিকা জারি করেছে কেন্দ্রের কর্মীবর্গ ও পেনশন মন্ত্রক।প্রসঙ্গত চলতি বছরেই যেহেতু কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের ডিএ ৫০ শতাংশে  পৌঁছেছে তাই ডিএ বৃদ্ধির সাথে সাথেই  আরও একাধিক ভাতা সংশোধিত হবে।

Government Employees

সেই সাথে বাড়তে  চলেছে  শিশু শিক্ষা ভাতা এবং হোস্টেল ভর্তুকের পরিমাণও। জানা যাচ্ছে বর্তমানে শিশু শিক্ষা ভাতা এবং হোস্টেল ভর্তুকের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ২৫ শতাংশে। যার ফলে বোঝাই যাচ্ছে নতুন বছরের শুরু থেকেই আর্থিক দিক দিয়ে দারুন লাভবান হয়ে চলেছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা।

আরও পড়ুন: মাতৃদিবসের আগে মহিলাদের জন্য বিশেষ উপহার! Union Bank-র সুযোগ ভুলেও মিস করবেন না

প্রসঙ্গত গত মাসেই অর্থাৎ  ২৫ এপ্রিল একটি স্মারকলিপি প্রকাশ্যে এনে জানানো হয়েছিল কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি পেয়ে ৫০ শতাংশ পৌঁছে যাওয়ার কারণে শিশুশিক্ষা ভাতা এবং হোস্টেল ভর্তুকি প্রদান করা হবে। যা কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা, বর্ধিত ডিএ ২০২৪ এর ১ লা জানুয়ারি থেকে পাবেন।

Central Government,কেন্দ্রীয় সরকার,DA,ডিএ,Salary,বেতন,Extra 11 Thousand,অতিরিক্ত ১১ হাজার,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

নিয়ম অনুযায়ী ডিএ বৃদ্ধির সাথে আরও একাধিক ভাতা সংশোধিত হওয়ায় কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের মধ্যে এতদিন বিভ্রান্তি থাকলেও এখন  সমস্ত কিছু পরিস্কার হয়ে গিয়েছে। কারণ এদিন কেন্দ্রের কর্মীবর্গ মন্ত্রক এপ্রসঙ্গে স্পষ্ট জানিয়েছে ডিএ  ৫০ শতাংশ হওয়ার সাথে সাথে শিশু শিক্ষা ভাতা বাবদ প্রতি মাসে ২,৮১২ টাকা করে এবং হোস্টেল ভর্তু কি পাবো না ৮,৪৩৭ টাকা করে পাওয়া যাবে।

অর্থাৎ ডিএ  যুক্ত বেতনের সাথেই  যুক্ত হতে চলেছে আরও ১১ হাজার টাকা। একইসাথে সক্ষম মহিলা কর্মচারীরাও মাসে ৩,৭৫০ টাকা করে শিশু শিক্ষা ভাতা পাবেন বলে জানানো হয়েছে। ।