Central Government increases EPFO Insurance Limit to 7 lakhs

৬ কোটি সরকারি কর্মচারীদের দীপাবলির উপহার! দুর্দান্ত সুখবর দিল কেন্দ্রীয় সরকার

পার্থ মান্নাঃ দীপাবলির আগেই সরকারি কর্মচারীদের সুখবর দিল কেন্দ্রীয় সরকার। এমন একটি ঘোষণা এল যাতে লক্ষ নয় প্রায় ৬ কোটি কেন্দ্রীয় সরকারি কর্মীরা উপকৃত হবেন। মূলত যাদের EPFO অ্যাকাউন্ট রয়েছে তারা সকলেই সুবিধা পাবেন। কি পদক্ষেপ নিল নরেন্দ্র মোদী সরকার? আজকের প্রতিবেদনেই জেনে নিন বিস্তারিত।

দীপাবলির আগেই দুর্দান্ত ঘোষণা কেন্দ্রীয় সরকারের

সম্প্রতি এমপ্লয়মেন্ট লিঙ্কড ইন্সুরেন্স নিয়ে বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় শ্রমমন্ত্রী মানসুখ মাণ্ডব্য। নতুন ঘোষণার ফলে প্রায় ৬ কোটিরও বেশি কর্মচারীরা যারা EPFOতে নাম নথিভুক্ত করে রেখেছেন তারা ৭ লক্ষ টাকার জীবন বীমা পেয়ে যাবেন। হ্যাঁ ঠিকই শুনছেন ৭ লক্ষ টাকার লাইফ ইন্সুরেন্সের সুবিধা পাবেন সকল কর্মীরা। এবছর অর্থাৎ ২০২৪ সালের ২৮ শে এপ্রিল তারিখ থেকেই এই সিদ্ধান্ত কার্যকর করা হবে জানা যাচ্ছে মিডিয়া রিপোর্ট থেকে।

৭ লক্ষ টাকার সুবিধা পাবেন সরকারি কর্মীরা

আসলে কেন্দ্রীয় সরকারি চাকরি করাকালীন যদি কোনো ব্যক্তির মৃত্যু হত থামলে তাঁর পরিবারকে আর্থিক সাহায্য করা হয়। ১৯৭৬ সালেই এই নিয়ম চালু হয়েছিল। তবে এই EDLI প্রকল্পে ডেথ বেনিফিটের পরিমাণ ছিল সর্বোচ্চ ৬ লক্ষ টাকা। সেটাই এখন একধাক্কায় ১ লক্ষ টাকা বাড়িয়ে ৭ লক্ষ করে দেওয়া হল। যার ফলে কোটি কোটি কর্মচারীরা সুবিধা পেতে পারবেন।

এর আগে ২০২১ সালে সরকারের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছিল যে বীমার সুবিধা বাড়িয়ে ৭ লক্ষ টাকা করার সিদ্ধান্ত নেওয়া। হয়েছে তবে এখানেই শেষ নয়, আরও একটি নিয়মে বদল করা হয়েছে। আগে একটি প্রতিষ্ঠানেই একটানা ১২ মাস চাকরি করলে তবেই এই বীমার সুবিধা পাওয়া যেত। তবে এখন সেটা আর নেয়, অর্থাৎ কর্মচারীরা চাকরি পরিবর্তন করলেও এই প্রকল্পের সুবিধা পাবে। মূলত আরও বেশি মানুষকে যাতে সুবিধা দেওয়া যায় ও পরিবারের আর্থিক সুরক্ষা প্রদান করা যায় সেই উদ্দেশ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X