Ration Card

anita

Ration Card: ১ মে থেকে বাতিল হতে পারে কোটি কোটি রেশন কার্ড! কাদের কার্ড বাতিল হবে জানেন?

নিউজ শর্ট ডেস্ক: দেশ জুড়ে রেশন কার্ড (Ration Card) নিয়ে দুর্নীতির অভিযোগ বহুদিনের। যা নিয়ে যথেষ্ট চিন্তায় রয়েছে কেন্দ্রীয় সরকার (Centra Government)। তাই এই রেশন দুর্নীতি বন্ধ করতেই এবার লোকসভা নির্বাচন শুরু হতে না হতেই রেশন কার্ড সংক্রান্ত একটি বড়সড় পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র। সম্প্রতি প্রকাশ্যে এসেছে একটি বিরাট ঘোষণা, যা থেকে জানা যাচ্ছে আগামী দিনে দেশ জুড়ে বাতিল (Cancel) হতে চলেছে লক্ষ লক্ষ রেশন কার্ড।

   

সরকারি রিপোর্ট অনুযায়ী খবর, বিগত ছয় মাস বা তার বেশি সময় ধরে যে সমস্ত ব্যক্তি রেশন কার্ড মারফত খাদ্যশস্য সংগ্রহ করেননি আগামী মাস থেকেই তাদের রেশন কার্ড বাতিল করার কাজ শুরু হবে। খুব শীঘ্রই এই সংক্রান্ত একটি নির্দেশিকা প্রকাশ করবে কেন্দ্রীয় সরকার।

এখন প্রশ্ন হল কিসের ভিত্তিতে তৈরি হবে এই তালিকা? প্রসঙ্গত বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় আর্থিকভাবে স্বচ্ছল এমন অনেক পরিবার-ও কেন্দ্রীয় সরকারের তরফ থেকে দেওয়া এই বিনামূল্যের রেশন প্রকল্পের সুবিধা গ্রহণ করছেন। কিন্তু আগামী দিনে তারা যাতে কোনোভাবে এই সুবিধার না পায় তা নিশ্চিত করার জন্যই এবার তোড়জোড়  শুরু করেছে কেন্দ্র সরকার।

রেশন কার্ড,Ration Card,বাতিল,Cancel,কেন্দ্র সরকার,Central Government,নির্দেশিকা,Guideline,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

 

আগামী দিনে এই তালিকা থেকে অযোগ্য ব্যক্তিদের বাদ দেওয়ার প্রক্রিয়াও শুরু হবে। এছাড়া যে সমস্ত মৃত ব্যক্তির রেশন কার্ড এখনও পর্যন্ত চালু রয়েছে আগামী কিংবা বিগত ছয় মাসের বেশি সময় ধরে যারা খাদ্যদ্রব্য সংগ্রহ করেনি তাদের নামও তালিকা থেকে বাদ দেওয়া হবে। কি বলছে নতুন নীতি?

আরও পড়ুন: ১ টাকাও লাগবে না! এবার বিন্যমূল্যে গ্যাস সিলিন্ডার দেওয়ার সিদ্ধান্ত নিল সরকার

জানা যাচ্ছে কেন্দ্রীয় সরকারের ওই নির্দেশিকয়  বলা হয়েছে শুধুমাত্র আর্থিকভাবে সক্ষম ব্যক্তিদের জন্যই আদতে যাদের রেশন প্রয়োজন সেই সমস্ত নাগরিকরাই এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এছাড়া অভিযোগের আঙুল উঠছে রেশন ডিলারদের বিরুদ্ধেও। তারা চাল-গম পরিমাণের তুলনায় কম বিতরণ করে সেই জিনিস বাজারে বিক্রি করে যে অতিরিক্ত মুনাফা লাভ করছেন এমন অভিযোগ কিন্তু আজকের নয়।

 

Ration Card

তাই এই সমস্ত অভিযোগকে এবার শক্ত হাতে দমন করতেই নড়েচড়ে বসেছে কেন্দ্র সরকার। খুব তাড়াতাড়ি খাদ্য ও উপভোক্তা বিষয়ক মন্ত্রকের তরফে  পাবলিক ডিস্ট্রিবিউশন সেন্টার গুলিতেও এই নতুন নীতি কার্যকর করা হবে বলে জানানো হয়েছে। আর আগামী দিনে যদি এই ধরনের কোন অভিযোগ আসে তাহলে এই সমস্ত পাবলিক ডিস্ট্রিবিউশন সেন্টারগুলির লাইসেন্স পর্যন্ত বাতিল করে দেওয়া হবে বলে জানা যাচ্ছে।