এই লকডাউনে কতজন শ্রমিক কাজ হারিয়েছেন, কিংবা কতোজনের মৃত্যু হয়েছে ইত্যাদি তথ্য নেই কেন্দ্রীয় সরকারের কাছে। বাদল অধিবেশনে স্বভাবতই এই ব্যাপারে চাপে পড়েছিল কেন্দ্র। এবার সেই জায়গাকেই ভরাট করতে উদ্যোগী হল দিল্লি। সংসদে জানানো হয়েছে পরিযায়ী শ্রমিকদের ব্যাপারে ডেটা বেস তৈরি রাখবে তারা। সেই সঙ্গে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের ব্যাপারেও তথ্য মজুত রাখবে সরকার।