Papiya Paul

ছোটখাটো সংঘর্ষের জন্য আগাম প্রস্তুতি নিয়ে রাখল চীন

চীন সেনারা শীতের আগেই নিজেদের সেনা জওয়ান দের জন্য বিশেষ সুযোগ-সুবিধা বরাদ্দ করে রেখেছে। জানতে পারা যাচ্ছে, শীতকালে নাকি ছোটখাটো সংঘর্ষের আশঙ্কা করছে চীন, তাই এখন থেকেই চিনসে না নিজের প্রস্তুতি সেরে রাখতে চাইছে। চীনা সরকার পরিচালিত ট্যাবলেট গ্লোবাল বেসরকারি সংবাদমাধ্যমকে বলেন, শীতকালে বড় আকারের কোনো সংঘর্ষ হওয়ার সম্ভাবনা নেই তবে চীন-ভারত সীমান্তে ছোটখাটো সংঘর্ষ হতে পারে।

   

এই সংঘর্ষের জন্য এখন থেকেই প্রস্তুত হতে শুরু করেছে চীনা সেনা। এর কয়েকদিন আগে মার্কিন রিপোর্টে দাবি করা হয়েছিল, লাদাখ সীমান্তে পরিকাঠামো বাড়াচ্ছে চীন। অন্যদিকে আবার ভারত-চীন শান্তি আলোচনা ভেঙে যায় ১০ অক্টোবর। ভারতীয় সেনার প্রস্তাব খারিজ করে দেয় চীনের আর্মি। তারপর থেকেই দুই প্রান্তে প্রায় কয়েক হাজার সেনা জওয়ান মোতায়েন করেছে দুই দেশ।

অপরদিকে লাদাখ সীমান্তে সংঘর্ষের পর অরুণাচল সীমান্ত বরাবর প্রবেশ করতে চেষ্টা করেছিল চীন। পূর্ব সেক্টরে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর পিএলএ বাড়িয়ে দিয়েছে টহল। ভারত-চীন সীমান্তে চীনের উচ্চপদস্থ আধিকারিক দের আনাগোনা বাড়তে দেখা যায়। চীনের গতিবিধি লক্ষ্য করা গেছে লুংরো লা, জিমিথাং এবং বুম লা এলাকায়।

চীনে তরফ থেকে যেকোনো সময় অপ্রীতিকর পরিস্থিতি তৈরি পারে, এমন আশঙ্কা করে ভারতীয় সেনারা মোকাবিলার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে। অদূর ভবিষ্যতে ছোটখাটো এই সংঘর্ষের আশংকা করে ইতিমধ্যেই নিজেদের সেনা বাড়িয়ে দিয়েছে চীন।