পয়লা বৈশাখের আগেই দুর্যোগের আশঙ্কা! ৮ জেলায় বৃষ্টির সম্ভাবনা, আজকের আবহাওয়া

West Bengal Weather Update

পয়লা বৈশাখের আগেই দুর্যোগের আশঙ্কা! ৮ জেলায় বৃষ্টির সম্ভাবনা, আজকের আবহাওয়া

Partha Sarathi Manna

Published on:

পার্থ সারথি মান্না, কলকাতাঃ আজকের দিনটা পেরোলেই শুরু হবে নতুন বাংলা বছর। তবে পয়লা বৈশাখের আগেই দুর্যোগের পূর্বাভাস মিলল আবহাওয়া দফতরের তরফ থেকে। এপ্রিলের শুরুতেই যেখানে হু হু করে বাড়তে শুরু করেছিল তাপমাত্রা, সেটা বিগত কিছুদিনে অনেকটাই কমেছে। এবার জানা যাচ্ছে কালবৈশাখী ঝড় সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে বাংলার একাধিক জেলায়। আজ কেমন থাকবে আবহাওয়া? চলুন দেখে নেওয়া যাক ওয়েদার রিপোর্ট।

জোড়া উচ্চচাপ বলের জেরে দুর্যোগের পূর্বাভাস

যেমনটা জানা যাচ্ছে, বাংলার উপরে দুটি উচ্চচাপ বলয়ের সৃষ্টি হয়েছে। এর ফলেই দুর্যোগের কালো মেঘ ছেয়েছে একাধিক জেলায়। তাছাড়া সমগ্র দেশজুড়ে একটি বা দুটি নয় মোট ৯টি ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে। ফলে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা একাধিক রাজ্যে। পশ্চিমবঙ্গের উত্তরে ও দক্ষিণে কোন কোন  জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি? চলুন দেখে নেওয়া যাক।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আজ রবিবার ছুটির দিন হওয়ায় অনেকেই কাছেপিঠে ঘুরতে যাওয়ার প্ল্যান করেছেন। কিন্তু আবহাওয়া দফতর জানাচ্ছে, পশ্চিম বর্ধমান, বীরভূম ও পুরুলিয়াতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। যার জেরে ইতিমধ্যেই কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া পূর্ব বর্ধমান, বাঁকুড়া, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামেও ঝড় ও বৃষ্টির সম্ভাবনার জেরে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

দক্ষিণের মত উত্তরবঙ্গেও বেশ কিছু জেলায় ঝড় সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। দার্জিলিং, কালিম্পঙ থেকে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলায় বৃষ্টি হতে পারে বলে মনে করা হচ্ছে। একইসাথে ৪০ কিমি বেগের ঝোড়ো হাওয়া বইতে পারে।

আগামীকালের আবহাওয়ার পূর্বাভাস

আগামীকাল অর্থাৎ সোমবার সপ্তাহের প্রথম দিনেও আবহাওয়া কিছুটা দুর্যোগপূর্ণ থাকবে বলেই জানা যাচ্ছে। দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, বাঁকুড়া, পুরুলিয়া ঝাড়গ্রাম সহ পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর জেলায় বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে। বাকি জেলাগুলিতে ঝোড়ো হাওয়া ও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে। অন্যদিকে উত্তরবঙ্গে আলাদা করে কোনো সতর্কতা জারি করা না হলেও হালকা বৃষ্টি হতে পারে বলে মনে করা হচ্ছে।

সঙ্গে থাকুন ➥