Meyebela Serial

বীথির পাতা ছকে পা দিল চাঁদনি! ভালো মেয়ে হয়ে গেল ভিলেন, ‘মেয়েবেলা’ দেখে রেগে আগুন দর্শকেরা

স্টার জলসার (Star Jalsha) পর্দায় নতুন নতুন ধারাবাহিকের (Bengali Serial) সমাহার। পুরোনোরা সব নেই বললেই চলে। আর এইসব নতুনদের ভিড়ে বিশেষভাবে নজর কেড়েছে মৌ-ডোডো (Mou Dodo) আর বীথির (Bithi) ইউনিক গল্প ‘মেয়েবেলা'(Meyebela) । পরকীয়া-কূটকচালির মাঝে মেয়েদের জীবনসংগ্রাম নিয়ে তৈরি হওয়া এই সিরিয়াল মুগ্ধ করেছে দর্শকদেরও।

শুরুর দিকটা টিআরপি কম থাকলেও এখন বেশ ভালোই এগিয়ে চলেছে সিরিয়ালটি। সময়ের সাথে সাথে বাড়ছে জনপ্রিয়তা। তবে সিরিয়ালের সাম্প্রতিক ট্র্যাক মোটেও পছন্দ হয়নি সিরিয়াল প্রেমীদের। বীথির ইভিল ইন্টেনশন দেখে বেজায় বিরক্ত হয়েছে সবাই। পাশাপাশি হতাশ হয়েছেন চাঁদনির ভোলবদল দেখেও।

‘মেয়েবেলা’র নিয়মিত দর্শকরা জানেন, চাঁদনির সঙ্গে ডোডোর ১২ বছরের সম্পর্ক ছিল। কিন্তু পরিস্থিতির চাপে মৌকে বিয়ে করতে বাধ্য হয় ডোডো। সেই সময় সকলের কথা ভেবে হাসিমুখে সবটা মেনে নিয়েছিল চাঁদনি। তার এই উদারতা এবং বুদ্ধিমত্তার প্রশংসা করেছিল সকলেই।

টলিউড,বিনোদন,টেলিভিশন,বাংলা ধারাবাহিক,স্টার জলসা,চাঁদনি,ডোডো,মৌ,বীথি,মেয়েবেলা,Tollywood,Entertainment,Gossip,Television,Bengali Serial,Star Jalsha,Chandni,Dodo,Mou,Bithi,Meyebela,গসিপ

তবে বর্তমান ট্র্যাকে দেখানো হচ্ছে, মৌ-ডোডোকে আলাদা করার জন্য বীথি এই চাঁদনিকেই ব্যবহার করছে। এমনকি বীথির কথা মতো মৌয়ের শাড়ি পরে ডোডোর ঘরেও রাত কাটাতে রাজি হয়ে যায় চাঁদনি। রাত্রে সবাই ঘুমিয়ে পড়লে রঙের থালা হাতে ডোডোর ঘরে এগিয়ে যায় সে। রাঙিয়ে দেয় নিজের প্রাক্তন প্রেমিককে। আর সবার অলক্ষ্যে এই সমস্ত ঘটনার সাক্ষী থাকে মৌ নিজে।

আর চাঁদনির এই ভোলবদল দেখে বেজায় বিরক্ত হয়েছে সকলে। একজন লিখেছেন, ‘একটি ভালো মেয়েকে যেভাবে ভিলেন বানিয়ে দেওয়া হচ্ছে তা মেনে নেওয়া যাচ্ছে না।’ আরেক নেটিজনের বক্তব্য, ‘চাঁদনি চরিত্রটিকে ইতিবাচক রেখে গল্পটি ভিন্নভাবেও এগোনো যেত। এবার ‘মেয়েবেলা’তেও পরকীয়া দেখতে হবে!’

Avatar

Moumita

X